রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ধোনি জেতাতে পারলেন না চেন্নাইকে

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে যেন আরেকবার আইপিএলে নিজেদের আধিপত্যের জানান দিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু এরপরের দুই ম্যাচেই দেখা গেল অন্য ছবি। রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে বড় রান তাড়া করতে গিয়ে বলতে গেলে কোনো রকম চেষ্টা ছাড়াই হেরেছে মহেন্দ্র সিং ধোনির দল।

কিন্তু ধোনি চেন্নাইয়ের অধিনায়ক বলেই যেকোনো সময় দলটা ঘুরে দাঁড়াবে—এমন আশা ছিল দলটির সমর্থকদের। আইপিএলের গত ১২ বছরে বারবার যা করে দেখিয়েছে চেন্নাই। কিন্তু ৭ দিন বিশ্রামের পর আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমে আবারও সেই ছবি। এবার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদের ১৬৪ রান তাড়া করতে গিয়ে ১৫৭ রানেই থেমে গেছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

আগে ব্যাট করে হায়দরাবাদকে লড়াই করার মতো স্কোর এনে দেন তরুণ প্রিয়ম গর্গ। ইনিংসের ১১ ওভারের মধ্যেই হায়দরাবাদ তিন ব্যাটিং স্তম্ভ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো ও কেন উইলিয়ামসন আউট হন। দলের রান তখন ৬৯। সেখান থেকে দুই তরুণ ভারতীয় প্রিয়ম গর্গ ও অভিষেক শর্মা মিলে জুটি গড়েন ৭৭ রানের।

ম্যাচটা ঘুরে যায় এই এক জুটিতেই। অভিষেক ৩১ রান করে আউট হলেও প্রিয়মের ব্যাট থেকে আসে ২৬ বলে ৬টি চার ও ১টি চারে সাজানো অপরাজিত ৫১ রান। এক জুটিতেই চেন্নাইয়ের লক্ষ্য দাঁড়ায় ১৬৫ রান।

তাড়া করতে নেমে চেন্নাইয়ের শুরুটাও হয় ঠিক হায়দরাবাদের মতো। ৯ ওভারে ৪২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে চেন্নাই। মাঝের ওভারেই ক্রিজে নামতে হয় রবীন্দ্র জাদেজা ও এমএস ধোনিকে। প্রিয়ম-অভিষেকের মতো ম্যাচ জেতানো জুটি গড়তে পারেননি জাদেজা-ধোনিরা। জাদেজা ৩৫ বলে ৫০ রান করে আউট হন।

ধোনি শুরুতে বল খরচা করে বিপদে পড়েন শেষে এসে। তাঁর ৩৬ বলে ৪৭ রানের ইনিংসটা শেষ পর্যন্ত জেতাতে পারেনি চেন্নাইকে। ৭ রানে শেষ ওভারে গড়ানো ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ। অথচ এমন সব ম্যাচে সেরা সময়ের ধোনি বলে-কয়ে জিতিয়ে আসতেন। কে জানে, হয়তো বয়সের কাছে অবশেষে হার মানতে হচ্ছে আধুনিক ক্রিকেটের এই কিংবদন্তির!

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪