রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রশিক্ষণ নিতে গিয়ে আহত নবাগত রাজরীপা

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় হাত দিলেন। তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ থেকে নির্মিত হতে যাচ্ছে ‘মুক্তি’ নামের চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী নিজেই। এই সিনেমায় ইফতেখার চৌধুরী নতুন নায়িকা উপহার দিতে যাচ্ছেন। ‘মুক্তি’ সিনেমায় নবাগত রাজ রিপাকে মুক্তির চরিত্রে দেখা যাবে।

পরিচালক বলেন, ‘মুক্তি’ সিনেমায় মুক্তি চরিত্রটির জন্য রাজ রিপা একদম পারফেক্ট। আমি কয়েকজন অভিনেত্রীর গুনপরীক্ষা বাছাই করি। তার মধ্য থেকে রাজ রিপাকে আমার ‘মুক্তি’ সিনেমার জন্য পরিপূর্ণ গুণী অভিনেত্রী মনে হয়েছে। আর তাই রাজ রিপাকেই ‘সিনেবাজ’ প্রতিষ্ঠানের নায়িকা হিসেবে গ্রহণ করি। একজন অভিনেত্রীর মধ্যে যে সমস্ত গুণাবলি থাকা দরকার তা আমরা রাজ রিপার মধ্যে পেয়েছি।’

মুক্তির চরিত্রটির কাহিনি সম্পর্কে পরিচালক বলেন, ‘নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা, যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকেরা খুঁজে পাবেন।’

সিনেমার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন রাজ রিপা। তিনি বলেন, ‘‘আমি ‘মুক্তি’ সিনেমায় যে চরিত্রটিতে অভিনয় করছি, সেই চরিত্রটি ১৭ থেকে ১৮ বছরের একজন নারী। এই চরিত্রের জন্য নোয়াখালীর ভাষা শিখছি। নিজে আরও গ্রুমিং হচ্ছি। ইফতেখার স্যার আমাকে মার্শাল আর্ট শেখার ব্যবস্থা করে দিয়েছেন। বলতে পারেন চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যা কিছু করার দরকার সবই করছি।’

এদিকে প্রশিক্ষণ নিতে গিয়ে আহত হয়েছেন এই নবাগত নায়িকা। তিনি বলেন, ‘আমি গত এক সপ্তাহ ধরে মংলায় আছি। এখানে আমাকে প্রশিক্ষণ নিচ্ছি। মুক্তি সিনেমার জন্য আমি অনেক কঠোর পরিশ্রম করেছি। যেহেতু মুক্তি সিনেমা অ্যাকশন সিনেমা সে জন্য আমাকে অনেক বেশি স্ট্রং হতে হবে। আমি নিজেকে অনেক ভাঙছি নতুন করে। স্পোর্টস, ফাইটিং, জিম সবকিছুতেই ব্যস্ত সময় পার করছি। তা ছাড়া এই প্রশিক্ষণ নিতে গিয়ে অনেক আহত হয়েছি। আমার অনেক জায়গায় কেটে গেছে। আমি মাথায় এবং ঘাড়ে অনেক আঘাত পেয়েছি। আমি এখন অনেক অসুস্থ। আমার গায়ে এখন অনেক জ্বর। আল্লাহর কাছে একটাই চাওয়া আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আমি পরে যাই আর ব্যথা পাই যাই হোক না কেন আমি হারবো নাহ, আমার পারতে হবেই। তা ছাড়া এই জন্য আমার মুভির মহরতের তারিখও পিছিয়ে দিয়েছে। এর জন্য সত্য আমি দুঃখিত।’

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪