রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাহীসহ সব ক্রিকেটারদের করোনা নেগেটিভ

news-image

স্পোর্টস ডেস্ক : জৈব সুরক্ষা বলয়ে দ্বিতীয় ধাপে ক্রিকেটারদের ক্যাম্প শুরুর আগে সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

গত ২২ সেপ্টেম্বর সবশেষ ২৭ ক্রিকেটারের মধ্যে ২৬ জনেরই করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। শুধু মাত্র আবু জায়েদ রাহী কোভিড-১৯ পজিটিভ হন। এবার রাহীও করোনামুক্ত হয়েছেন।

জাতীয় দলের ক্রিকেটাররা বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন করেছেন। তার আগে হোটেল সোনারগাঁয়ে চেক ইনও করেছেন সবাই।

বুধবার জাতীয় দলের স্কিল ক্যাম্পের ২৭ ক্রিকেটারসহ মোট ১১৫ জনের করোনা পরীক্ষা করানো হয়েছিল। এদের মধ্যে কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ, অনূর্ধ্ব-১৯ স্কিল ক্যাম্পের ২৮ ক্রিকেটার, সোনারগাঁও হোটেলের ৩২ স্টাফও ছিলেন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ দলসহ সোনারগাঁও হোটেলে বেশ কিছু কর্মী মিলিয়ে ১১৫ জনের করোনা পরীক্ষা করেছি। সবার ফলাফলই নেগেটিভ এসেছে।’

করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা বিকেএসপিতে চলে গেছেন সকালেই। চার সপ্তাহের স্কিল ক্যাম্পে আকবর আলীদের উত্তরসূরিরা ৫টি প্রস্তুতি ম্যাচও খেলবে।

এদিকে জাতীয় দলের ক্রিকেটারদের এবারের ক্যাম্পটি হচ্ছে প্রস্তুতি ম্যাচ নির্ভর। শ্রীলঙ্কা সফর সামনে রেখে শুরু হওয়া এই ক্যাম্পের প্রথম ধাপে ক্রিকেটাররা শুধু মাঠের অনুশীলনেই ব্যস্ত ছিলেন। এই ধাপে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা।

এদিকে এইচপির অনুশীলনও শুরু হওয়ার কথা। জাতীয় দল ও এইচপির ক্রিকেটারদের তিন দলে ভাগ করে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চিন্তাও রয়েছে বিসিবির।

সংবাদমাধ্যমকে আকরাম খান বলেছেন, ‘আমরা অনুশীলনে ফিরেছি। এখন ম্যাচেও ফেরাতে চাই ক্রিকেটারদের। এইচপির ক্যাম্প শুরু হবে। এইচপি ও জাতীয় দল মিলিয়ে ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা চলছে।’

যোগ করেন, ‘অক্টোবরে নিজেদের মধ্যে ম্যাচ আয়োজনের পর সব ঠিক থাকলে নভেম্বরে-ডিসেম্বরে ঘরোয়া ক্রিকেট শুরু করে দেব।’

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪