শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁইছুঁই

news-image

নীলফামারী প্রতিনিধি : বিপদসীমা ছুঁইছুঁই করছে তিস্তা নদীর পানি। উজানের ঢলে শুক্রবার সকাল ছয়টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে তিস্তা ব্যারাজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার (৫২ দশমিক ৬০ মিটার) ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

তিস্তা নদী সংলগ্ন নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ‘গত কয়েক দিনের তুলনায় শুক্রবার ভোরে তিস্তার পানি বৃদ্ধি পায়। তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি’।

একই উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন,‘পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পাড়ের মানুষজন বন্যার আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছেন। তবে এখনও বন্যা দেখা দেয়নি’।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভারী বৃষ্টিপাত আর উজনের ঢলে শুক্রবার সকাল ছয়টা ও নয়টায় তিস্তা নদীর পানি ডালিয়া তিস্তা ব্যরাজ পয়েণ্টে বিপদসীমার পাঁচ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর বেলা ১২টায় পাঁচ সেণ্টিমিটার এবং বিকাল ৩টায় আরো ১৫ সেন্টিমিটার কমে বর্তমানে বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব কটি গেট খুলে রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, ‘উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে সকাল থেকে নদীর পানি বিপদসীমার ছুঁইছুঁই করলেও বেলা ১২টার পর থেকে পানি কমতে শুরু করে। বিকাল ৩টার দিকে পানি বর্তমানে (বিকাল-৫টা) বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে। বন্যার আশঙ্কায় আমরা সতর্কাবস্থায় আছি।’

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪