রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সালাহ উদ্দিনের সন্ধান

fileডেস্ক রির্পোট : নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে উদ্ধারে গাইবান্ধায় অভিযান চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে এই অভিযান শুরু হলেও রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁর খোজ মেলেনি বলে জানিয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার(এসপি) মো. আশাফুল আলম।

আশরাফুল আলম জানান,তাদের একটি অজ্ঞাত ফোন থেকে বৃহস্পতিবার বিকেলে জানান হয় গাইবান্ধার ফুলছড়ি চর এলকায় সালাহ উদ্দিন আহমেদ আটক আছেন। এরপর থেকে তারা এডিশনাল এসপির নেতৃৃত্বে চর এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন। কিন্তু রাত সাড়ে ১০টা পর্যন্ত সালাহ উদ্দিন আহমেদের কোন খোঁজ পাওয়া যায়নি।

এদিকে তল্লাশি অভিযানে অংশ নেয়া এডিশনাল এসপি রাতে প্রিয়.কমকে ঘটনাস্থল থেকে জানান,‘ ফুলছড়ি থানার খাদিয়ামারী চর এলাকার একটি প্রাইমারী স্কুলে সালাহ উদ্দিন আহমেদ আছেন বলে আমরা খবর পেয়েছিলাম। কিন্তু সেখানে তল্লশি চালিয়ে আমরা তাকে পাাইনি। আমরা আশাপাশেও তল্লাশি চালাচ্ছি।’

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ১০ মার্চ রাত থেকে নিখোঁজ আছেন। তার স্ত্রী দাবি, তাদের উত্তরার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের সব শাখা ও র‌্যাবের পক্ষ থেকে আদালতে প্রিিতবেদন দাখিল করে জানানো হয়েছে, সালাহ উদ্দিন আহমেদ তাদের হেফাজতে নেই।

সরকারি কর্মকর্তা হিসেবে ১৯৯১-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন সালাহ উদ্দিন। পরে তিনি চাকরি ছেড়ে কক্সবাজারের সংসদ সদস্য হন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার স্ত্রী হাসিনাও সংসদ সদস্য ছিলেন।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪