সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিটামিন সি কীভাবে উৎপাদিত হয়

201c4d31e61007fdf35884a43db9f46c-2প্রযুক্তি ডেস্ক : গাছপালা কীভাবে ভিটামিন সি উৎপাদন নিয়ন্ত্রণ করে, তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাঁরা বলছেন, উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে। পাশাপাশি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোকে শক্তিতে রূপান্তর করে। এই সামগ্রিক প্রক্রিয়ার মাধ্যমেই অন্যান্য প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদান তৈরি হয়।

দ্য প্ল্যান্ট সেল সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক রজার হেলেনস বলেন, ‘ভিটামিন সি আমাদের খাবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। কারণ, এটি আমাদের শরীরে বেশি পরিমাণে আয়রন গ্রহণ করতে সহায়তা করে, যা শরীরের কোষগুলোতে অক্সিজেন পৌঁছে দেয়।’

আয়রনের অভাবজনিত রোগ অ্যানিমিয়া এবং স্কার্ভির মতো রোগ প্রতিরোধে ভিটামিন সি একটি কার্যকর উপাদান। বিজ্ঞানীরা বলছেন, উদ্ভিদের ভিটামিন সি উৎপাদন ও নিয়ন্ত্রণ-প্রক্রিয়া আরও ভালোভাবে জানতে পারলে কৃষি উৎপাদনকৌশলে অগ্রগতির পাশাপাশি অপুষ্টির মতো সমস্যা দূর করার প্রচেষ্টায় সাফল্য সহজ হবে।

প্রতিটি উদ্ভিদের কোষেই একটি জটিল উৎসেচকের (এনজাইম) উপস্থিতিতে জৈবরাসায়নিক প্রক্রিয়ায় ভিটামিন সি উৎপাদিত হয়। কিন্তু তা নিয়ন্ত্রণের উপায় বা কৌশল মূলত দুটি। প্রথমটি হলো ডিএনএ নির্দেশনা অনুযায়ী আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড অণু উদ্ভিদের কোষগুলোকে নির্দিষ্ট প্রক্রিয়ায় সক্রিয় করে তোলে। আর দ্বিতীয়টি হলো আরএনএ সরাসরি ভিটামিন সি উৎপাদনকারী এনজাইমে রূপান্তরিত হয়। সর্বশেষ গবেষণায় কুইন্সল্যান্ডের ওই বিজ্ঞানীরা ভিটামিন সি উৎপাদনে দ্বিতীয় কৌশলটির একচেটিয়া প্রাধান্য দেখতে পান। হেলেনস বলেন, তাঁদের আবিষ্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আরএনএ একটি প্রোটিনে রূপান্তরিত হয়ে ভিটামিন সি উৎপাদনে মূল ভূমিকা পালন করছে। আর কোষগুলো আরএনএ তৈরি করছে কি না, সেটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। তবে মজার ব্যাপার হলো, ভিটামিন সির মাত্রা অনুযায়ী নির্ধারিত হয় আরএনএ প্রোটিনে রূপান্তরিত হবে কি না। আর কতটুকু ভিটামিন সি উৎপাদিত হবে, তা পরিবেশের বিভিন্ন উপাদানের ওপর নির্ভর করে। যেমন: অতিরিক্ত আলো বা খরার মধ্যে উদ্ভিদ নিজেকে টিকিয়ে রাখার জন্যই বেশি পরিমাণে ভিটামিন সি উৎপাদন করে, যা একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট।

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে