সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে ভাষা দিবসের আলোচনা সভায় অনুপস্থিত জনপ্রতিনিধিরা

imagesমাহবুব খান বাবুল : সরাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে। তবে শনিবার সকালে দিবসটি পালন উপলক্ষ্যে প্রভাত ফেরী ও আলোচনা সভায় অনুপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। 
সরজমিনে ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, জাতীয় দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, বিষেশ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া ও তাহমিনা বেগম উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু চারজনের কেউই ছিলেন না প্রভাত ফেরী ও আলোচনা সভায়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন। সভার ব্যানারে অতিথি হিসেবে জনপ্রতিনিধিদের  নাম থাকলেও উপস্থিত না থাকায় সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.শফিকুল ইসলাম কানু বলেন, জনপ্রতিনিধিরা না থাকার কারনে লোকজনের উপস্থিতি ছিল নগন্য। এটা কোন অনুষ্ঠানের পর্যায়ে পড়ে না। উপজেলা নাগরিক কমিটির সম্পাদক মুক্তিযোদ্ধা শাহ কুতুবুল আলম বলেন, এটা সামাজিক দৈন্যদশা ও ভাষা শহীদদের প্রতি অবজ্ঞা অবহেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, যথাযথ পক্রিয়ায় অতিথিদের (জনপ্রতিনিধি) নিমন্ত্রণ দেওয়া হয়েছে। না আসার কারণ বলতে পারছি না। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বলেন, দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা ভাবনা করে আত্মরক্ষার জন্য ইচ্ছা থাকা সত্বেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া বলেন, শারীরিক অসুস্থ্যতার জন্য যেতে পারিনি। মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আকতার বলেন, ব্যক্তিগত সমস্যার কারনে আমি থাকতে পারিনি। জিয়াউল হক মৃধার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। এদিকে শহীদদের স্মরণে উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও সদরের দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। 

 

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে