রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় ২৩০ জনের গণকবরের সন্ধান

55163_sirআন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ায় ২৩০ জনের একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা ‘ঠা-া মাথায়’ তাদের হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ায় অবস্থিত বৃটেনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ মনে করছে, গত আগস্টে মাসে দেইর আল-জোউর প্রদেশে আইএসের সঙ্গে লড়াইয়ে তারা প্রাণ হারিয়েছেন এবং শেইতাত উপজাতি গোষ্ঠীর সদস্য তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। শেইতাত উপজাতি গোষ্ঠীর সদস্যদের বাড়িতে ফিরে যেতে আইএস নেতারা অনুমতি দেয়ার পর গণকবরটির সন্ধান পাওয়া যায়। ফেরার পথে ওই গোষ্ঠীর সদস্যরা গণকবরটি দেখতে পান। গত মাসে জাতিসংঘ বলেছিল, গত আগস্ট মাসে একটি গণহত্যাযজ্ঞের রিপোর্ট তাদের কাছে এসেছে। তদন্তকারীরা বলছেন, মোহাসসান শহরতলির কাছে জ্বালানি তেলের একটি খনি নিয়ন্ত্রণে নেয়ার ক্ষেত্রে লড়াইয়ে বাধার সম্মুখীন হওয়ায় আইএস সদস্যরা হত্যাযজ্ঞের পরিকল্পনা করে থাকতে পারে। ওই হত্যাযজ্ঞে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলছিলেন, দেয়ালে বহু কাটা মাথা ঝুলছিল। তবে আমি ও আমার পরিবার পালাতে পেরেছি। অনলাইনে প্রকাশিত ভিডিওতে আইএসের গণশিরোñেদের প্রমাণ পাওয়া গেছে। গতকাল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিশ্বস্ত একটি সূত্র থেকে গণকবর ও সেখানে ২৩০টি লাশ পাওয়া যাওয়ার খবর পাওয়া গেছে। গ্রীষ্মে শেইতাত উপজাতি গোষ্ঠীর ৯০০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। পরিসংখ্যানে ওই ২৩০ জনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। শ’ শ’ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪