শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ছাত্রলীগ করে সিইসি হলে, ছাত্রদল করে রিটার্নিং কর্মকর্তা হতে সমস্যা কোথায়?’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ছাত্রলীগ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হতে পারলে, ছাত্রদল করে রিটার্নিং কর্মকর্তা হতে সমস্যা কোথায়?’ বৃহস্পতিবার বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) তাঁদের আশ্বাস দিয়েছে। ইসির আগ্রহ নিয়ে তাঁরা প্রশ্ন তুলছেন না। তবে ইসির সক্ষমতা নিয়ে তাঁদের সন্দেহ আছে। ইসি পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ রাখতে পারবে কি না, তা নিয়ে বিএনপি দুশ্চিন্তাগ্রস্ত।’

খুলনা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিএনপির এজেন্টদের নানাভাবে হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগ এনে দলটির একটি প্রতিনিধিদল বিকেলে সিইসি কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করেন। সিইসির সঙ্গে দেখা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নজরুল ইসলাম খান। তিনি সাংবাদিকদের বলেন, তাঁরা ‘অন্যায়ভাবে’ গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা-কর্মীদের মুক্তি এবং নতুন করে কাউকে হয়রানি না করার দাবি জানিয়েছে।

এর আগে গতকাল বুধবার আওয়ামী লীগ সিইসির সঙ্গে দেখা করে অভিযোগ করেছিল, খুলনা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী একটি দলের (ছাত্রদল) ক্যাডার ছিলেন। এ জন্য আওয়ামী লীগ নির্বাচনী মাঠে সমান সুযোগ পাচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘তাঁরা সিইসিকে বলেছেন, সিইসি ছাত্রলীগ করতেন। তিনি ছাত্রলীগ করে সিইসি হতে পারলে ছাত্রদল করা কেউ রিটার্নিং কর্মকর্তা হলে তাতে সমস্যা কী।’

প্রতিনিধিদলে আরও ছিলেন নিতাই রায় চৌধুরী ও মাহবুব উদ্দিন খোকন।

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ