রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিনপিংয়ের কাছে সীমান্তের প্রসঙ্গ তুললেন মোদি

b06e251f3131c7d67f206e4cd6eba0d8-modi-main2সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে বিরোধপূর্ণ সীমান্তে চীনা সেনাদের আকস্মিক হামলার প্রসঙ্গ তুলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবারুদ্দিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৈয়দ আকবারুদ্দিন সাংবাদিকদের বলেন, জিনপিংয়ের কাছে গতকাল বুধবার রাতে সীমান্তের প্রসঙ্গটি তোলেন মোদি। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নয়াদিল্লিতে দুই নেতার মধ্যে আজকের আনুষ্ঠানিক বৈঠকে আবারও সীমান্ত-সংক্রান্ত বিষয়টি আলোচিত হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া তাঁদের আলোচনায় দুই দেশের মধ্যে বিনিয়োগ ও কৌশলগত সম্পর্ক জোরদারের বিষয় গুরুত্ব পাবে। 

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, সম্প্রতি প্রায় এক হাজার চীনা সেনা সীমান্ত অতিক্রম করেছে। এ নিয়ে দুই দেশের মধ্যে একধরনের উত্তেজনা বিরাজ করছে। 

গতকাল বুধবার গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে তিন দিনের ভারত সফর শুরু করেছেন চীনা প্রেসিডেন্ট। বিকেলে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সস্ত্রীক শি জিনপিং। মোদি তাঁদের স্বাগত জানান হোটেলে।

২০০৬ সালের পর এই প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট ভারতে এলেন। তা ছাড়া এই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান রাজধানী নয়াদিল্লির বদলে দেশের অন্য কোনো শহরে অবতরণ করলেন এবং প্রধানমন্ত্রী সেই শহরে গিয়ে তাঁকে স্বাগত জানালেন।

শি জিনপিংয়ের এই সফরকে ‘যুগান্তকারী’ মনে করা হচ্ছে। এ সফর দুই দেশের সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে পর্যবেক্ষকদের ধারণা। সফর শুরুর প্রথম দিনে তিনটি সমঝোতা সই হয়েছে।

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত