রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুশ সীমান্তে ন্যাটোর তৎপরতার বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি

lavrov_30525রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল বলেছেন, রাশিয়ার প্রতিবেশী দেশগুলোকে ন্যাটোর সদস্য করার পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। ল্যাভরভ বলেন, রাশিয়ার সীমান্ত পর্যন্ত ন্যাটো জোটের পরিধি বিস্তারের চেষ্টা আমরা মানব না। তিনি ন্যাটোর এ উদ্যোগের বিপরীতে বলেছেন, ইউরো আটলান্টিক অঞ্চলের দেশগুলো মিলে আমরা আঞ্চলিক নিরাপত্তা গড়ে তুলতে পারি। তবে এ ক্ষেত্রে ন্যাটোর বিস্তার ঠেকানোর ওপরই আঞ্চলিক সহযোগিতার বিষয়টি নির্ভর করছে বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।

সের্গেই ল্যাভরভ সম্প্রতি পূর্ব ইউরোপে পাশ্চাত্য বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৎপরতার কথা উল্লেখ করে বলেছেন, পাশ্চাত্যের নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থায় ইউক্রেনকে একীভূত করে প্রাচ্য থেকে দেশটিকে আলাদা করার ষড়যন্ত্র চলছে।

ইউক্রেনের কর্মকর্তারা সম্প্রতি ন্যাটো জোটে যোগ দেয়ার জন্য ব্যাপক তৎপরতা চালায়। ইউক্রেনের প্রধানমন্ত্রী অর্সেনি ইয়াত সুনিউক গত ৩ সেপ্টেম্বর জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের সদস্য পদ থেকে নিজেদের নাম প্রত্যাহারের জন্য সংসদের প্রতি আহবান জানান যাতে ন্যাটো জোটে যোগ দেয়ার পথ সুগম হয়।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সংবিধানে ন্যামের সদস্যপদের কথা উল্লেখ রয়েছে এবং এ বিষয়টি রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ন্যাম থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে ইউক্রেনের কর্মকর্তাদের এ ধরনের বক্তব্য তাদের স্বার্থই রক্ষা করবে যারা রাশিয়ার সঙ্গে ইউক্রেন ও ইউরোপের মধ্যে ফাটল ধরাতে চায়।

মস্কো মনে করে, এ ধরণের পরিকল্পনার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে এমনকি দেশটি এ ব্যাপারে তাদের উদ্দেশ্যের বিষয়টিও গোপন রাখার চেষ্টা করছে না। রুশ কর্মকর্তারা মনে করেন, ন্যাম জোট ইউক্রেন ও তার প্রতিবেশী দেশগুলোর জনগণের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ভূমিকা রাখছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, যুক্তরাষ্ট্র তার ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে ইউরোপ থেকে রাশিয়াকে আলাদা করে মস্কোকে কোণঠাসা করার পাশাপাশি আন্তর্জাতিক সমাজকে রাশিয়ার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। তবে তিনি এও বলেছেন, রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার মার্কিন চেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ইউরোপ থেকে রাশিয়ার আলাদা হয়ে যাওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তার স্বার্থ দেখতে পাচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এসব বক্তব্য দিলেন যখন যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া রাশিয়ার বেশ ক’জন কর্মকর্তাকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তবে এ পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে বলে মস্কো হুঁশিয়ার করে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত