রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিস্ফোরক মামলায় রিজভী-ফারুকসহ ১৪৭ জন অভিযুক্ত

risviপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকসহ ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

আজ সোমবার শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট তারেক মাইনুল ইসলাম ভূঁইয়ার আদালতে চার্জ গঠন করা হয়। এ মামলায় ১৪৮ জন আসামি ছিলেন। ওমর ফারুক নামক একজন আসামি মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী, জয়নুল আবদীন ফারুক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধানসহ অধিকাংশ আসামি আদালতে হাজির ছিলেন। আসামিপক্ষের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবাহসহ অন্যরা শুনানিতে অংশ নেন।

গত বছরের ১১ মার্চ বিকেলে বিএনপির নয়াপল্টন অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার মাধ্যমে জনমনে ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধী দলীয় তৎকালীন চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকসহ বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।

এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও মো. শাহজাহান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ।

গত ২৪ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মাহবুবুল হাসান বিএনপি ও ১৮ দলীয় জোটের ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।

 

এ জাতীয় আরও খবর

মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন: ডিবি

সশস্ত্র বাহিনীকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি