রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়াসের ‘অপপ্রয়াস’, প্রাণ গেল যুবকের

SSSSSSSSSS

এম রহমান : আতিকুল ইসলাম শাকিলকে (৩০) মাদক থেকে দূরে রাখতে ‘প্রয়াস’ নামে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়েছিলেন পরিবারের সদস্যরা। ভর্তির ছয়দিন পর তাঁরা পেলেন শাকিলের লাশ।
আজ শনিবার দুপুর সোয়া ১২ টার দিকে ওই নিরাময় কেন্দ্রের লোকজন শাকিলের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়।
শাকিল ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ার মো. বাহার মিয়ার ছেলে। তাঁর ছোট ভাই মো. শাহাদাৎ হোসেন প্রথম আলো’র ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। গতকালই জেলা সদর হাসপাতালের শাকিলের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। সন্ধ্যায় তাঁর লাশ দাফন করা হয়।
পরিবারের লোকজনের অভিযোগ, শাকিলকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে পশ্চিম মেড্ডা পীর বাড়ি এলাকায় অবস্থিত প্রয়াসের লোকজন পালিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের ভাই মো. শাহাদৎ হোসেন জানান, মাদকাসক্তি দূর করতে গত ২ আগষ্ট রাতে শাকিলকে প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয়। ভর্তি করার সময় তার শারিরিক অবস্থা সম্পূর্ন ভালো ছিলো। গতকাল শনিবার সকালে প্রয়াসের লোকজন হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। লাশ দেখে লোকজন খবর দিলে তাঁরা এসে পরিচয় সনাক্ত করেন। তাঁকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে।
ময়না তদন্ত সম্পন্নকারি চিকিৎসক রানা নূর শামস সাংবাদিকদেরকে জানান, অন্তত ২৪ থেকে ৩৬ ঘন্টা আগে তাঁর মৃত্যু হয়। খাদ্যদ্রব্যের সাথে কিছু মিশিয়ে তাঁকে হত্যা করা হয়েছে কি-না সে বিষয়টি নিশ্চিত হতে ভিসেরা রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এদিকে ঘটনার পরপরই মাদক নিরাময় কেন্দ্রের পরিচালনাকারিরা পালিয়ে গেছে। কেন্দ্রটি পরিচালনাকারি শহরের মৌলভীপাড়া এলাকার এমনুন, কান্দিপাড়ার রুবেল ও ঢাকার দোহার এলাকার পাপ্পুকে ওই কেন্দ্রে গিয়ে পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রব জানান, ঘটনার পর পরই প্রয়াসের লোকজন পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত