রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগ!

Crime1নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন ও সদস্য (মেম্বার) ফরিদ মিয়ার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চেয়ারম্যান-মেম্বারসহ পাঁচজনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের শাহবাজপুর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে রোজিনা বেগম স্বামীর সাথে মনোমালিন্যের কারণে বাবার বাড়িতে থাকেন। এ অবস্থায় স্বামীর কাছ থেকে ভরণ- পোষণ পাওয়ার দাবিতে ইউপি চেয়ারম্যানের কাছে তিনি একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের সূত্র ধরে গত রোববার রাতে চেয়ারম্যান স্বামীর সাথে আপোষ-মীমাংসা করে দেওয়ার কথা বলে রোজিনাকে ওই ওয়ার্ডের (নং-৩) মেম্বার ফরিদ মিয়ার মাধ্যমে তার বাড়িতে ডেকে আনেন। পরে রাত সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান নাছির উদ্দিন ও মেম্বার ফরিদ মিয়া তাকে পালাক্রমে ধর্ষণ করে বাড়ি থেকে বের করে দেয়।
পরে ঘটনাটি জানাজানি হলে ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী সাগর মিয়া এলাকাবাসীর সহযোগিতায় গত সোমবার বিকেলে তাকে (রোজিনা) নবীনগর থানায় নিয়ে আসে। পরে সোমবার রাতেই পাঁচজনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করা হয়।
তবে এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন সরকার বলেন, আমার প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন ষড়যন্ত্র করেছে। এটি সম্পূর্ণ একটি সাজানো ঘটনা।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, এ ঘটনায় একটি ধর্ষণের মামলা নেয়া হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪