রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেনে নিন বাঁধাকপির ৬ টি অজানা চমকপ্রদ গুনাগুণ

bada-300x225বাঁধাকপি সবজিটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। এটি খুবই সুস্বাদু ও সহজলভ্য এবং এই সবজিটির আছে গুরুত্বপূর্ণ কিছু পুষ্টিমান ও স্বাস্থ্যকর উপাদান যা শুনলে আপনি হয়তো আপনার খাদ্য তালিকাতে এটি একটি নিয়মিত সবজি হিসেবে তালিকাভুক্ত করবেন। সাধারণত, বাঁধাকপি সালাদ হিসেবে কিংবা ভাজি অথবা তরকারি হিসেবে আমরা খেয়ে থাকি। কিন্তু, সালাদ কিংবা কম আঁচে বাঁধাকপি ভাজি করলেই এর পুষ্টি গুনাগুণ ও ভিটামিন গুলো বেশি কার্যকর থাকে। আসুন জেনে নিই, এই সবজিটির ৬ টি স্বাস্থ্যকর গুনাগুণ।
 
১। মস্তিষ্কের খাদ্যঃ
বাধাকপিকে মস্তিষ্কের খাদ্য হিসেবে অভিহিত করা হয়। কারন এটিতে আছে প্রচুর পরিমানে ভিটামিন কে যা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিকে তরান্বিত করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং নার্ভের ক্ষতি , স্মৃতি-নষ্টকারী আলঝেইমার রোগ, ডিমেনশিয়ার মতো জটিল রোগ প্রতিরোধ করে। লাল/বেগুনি রঙের বাঁধাকপিতে আছে সবচেয়ে বেশি পুষ্টিমান।
 
২। ক্যান্সার প্রতিরোধক উপাদানঃ
বাধাকপিতে আছে ক্যান্সার প্রতিরোধকারি কিছু গুরুত্বপূর্ণ যৌগিক উপাদান যেমনঃ লুপিওল (ষঁঢ়বড়ষ), সিনিগ্রিন( ংরহরমৎরহ), সালফরাফেন( ংঁষঢ়যড়ৎধঢ়যধহব), এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অ্যান্থসায়ানিন(ধহঃযড়পুধহরহ)। এই উপাদান গুলো ক্যান্সারের টিউমার বৃদ্ধি কে রোধ করে এবং প্রোস্টেট, স্কিন, কোলন ও নানাবিধ ক্যান্সার টিউমার কে প্রতিহত করে।
 
৩। ওজন কমানো এবং পানি সল্পতা রোধে আদর্শঃ
এই সবজিটি উচ্চমাত্রার ফাইবার ও লো-ক্যালরি যুক্ত। এক কাপ সিদ্ধ বাঁধাকপিতে আছে মাত্র ৩৩ ক্যালরি। তাই, যারা ওজন নিয়ন্ত্রণের কথা ভাবছেন তাঁরা এই সবজিটিকে স্মার্ট ডায়েট-এর তালিকায় রাখতে পারেন। তাছাড়া বাঁধাকপিতে আছে প্রচুর পরিমানে পানীয় তাই শরীরে পানি সল্পতারোধেও কিংবা কন্সটিপেশন রোধে এই সবজিটি উপকারী। তবে, অতিরিক্ত বাঁধাকপি খেলে হজমে সমস্যা হয় এবং ডায়রিয়া হবার আশংকা থাকে।
 
৪। উচ্চ রক্ত চাপ এবং মাথাব্যথা নিয়ন্ত্রণেঃ
বাঁধাকপি পটাশিয়াম যুক্ত হওয়ার কারনে তা রক্ত ধমনি প্রবাহকে সহজ করে এবং উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণ করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। এছাড়া আপনি জানেন কি, বাঁধাকপিতে আছে অ্যানটিইনফ্ল্যামেটরি বা প্রদাহ নিয়ন্ত্রণকারী উপাদান যা মাথাব্যথা নিয়ন্ত্রণেও ভুমিকা রাখে।
 
৫। হাই ভিটামিন সি সমৃদ্ধঃ
আপনি জেনে হয়তো অবাক হবেন বাঁধাকপিতে কমলার চাইতেও অনেক বেশি পরিমান ভিটামিন সি আছে। আর ভিটামিন সি কাশি, ঠা-া, অ্যাজমা, ফুসফুস, দাঁতের বা মাড়ির সমস্যা, ডিপ্রেশন ইত্যাদি সমস্যাতে খুবই সহায়ক।
 
৫। ত্বক ও চুলের যতেœঃ
বাঁধাকপিতে আছে ভিটামিন সি, সালফার, কেরাটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক, নখ ও চুলের যতেœ মুখ্য ভুমিকা পালন করে। ত্বকে অকাল বার্ধক্য সৃষ্টিকারী ফ্রি র‍্যাডিকেল নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তৈলাক্ত ত্বকের জন্য বাঁধাকপির রস দিয়ে ফেসপ্যাক কার্যকরী।
 
৬। শরীরকে ডি-টক্সিফাই করে এবং ক্ষত শুকায়ঃ
বাঁধাকপিতে আছে সালফার উপাদান যা শরীরে বিষক্রিয়া সৃষ্টিকারী ইউরিক এসিড কে সরিয়ে ফেলে ও ডি টক্সিফাই করে এবং আলসার থাকলে তার ব্যথাও কমায় ও ক্ষত শুকাতে অনেক সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত