রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভয়ঙ্কর অপরাধপ্রবণ হয়ে উঠছে সীমান্ত অঞ্চল

akura===বাংলাদেশ-ভারতের কলকাতা সংলগ্ন সীমান্ত এলাকা ক্রমেই ভয়ঙ্কর অপরাধপ্রবণ অঞ্চল হয়ে উঠছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ, জঙ্গি যোগসূত্রে অস্ত্র আদান প্রদান ও বিস্ফোরক পাচার বেড়ে গেছে। ভারতের অভিযোগ, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ভারতীয় জাল নোটের রমরমা ব্যবসা চরম আকার ধারণ করেছে। তবে ইদানিং যুক্ত হয়েছে সোনা চোরাচালান ও ড্রাগস ব্যবসা। জাল পাসপোর্ট তৈরির মাফিয়া চক্রও সক্রিয় হয়ে উঠেছে এ সীমান্তে।

পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলোতে ক্রাইম রেট অতি মাত্রায় বেড়ে চলায় ভারতীয় প্রশাসনের উদ্বেগ বাড়ছে বলে নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই পাকিস্তানি গোয়েন্দা চক্র আইএসআইয়ের মদদে বাংলাদেশ ও নেপাল দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে ঢোকানো হচ্ছে ভারতীয় জাল রূপির নোট। ভারত মনে করছে, তাদের অর্থনীতিকে পঙ্গু করতেই এসব চক্রান্ত হচ্ছে।

অতি সম্প্রতি ভারতের কলকাতার মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার তেত্রিশটি ভারতীয় জাল পাসপোর্ট উদ্ধার করেন। পরে তিনি এক অভিযান চালিয়ে আন্তর্জাতিক জাল পাসপোর্ট তৈরির এক চক্রের প্রধানসহ সাত জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি নাগরিক। যারা অবৈধ উপায়ে মুর্শিদাবাদে অনুপ্রবেশ করেছেন।

খবর নিয়ে আরও জানা যায়, ভারতীয় পুলিশের হাতে উদ্ধার হওয়া তেত্রিশটি পাসপোর্টের সঙ্গে ল্যাপটপ ও ডেস্কটপ উদ্ধার করা হয়েছে। এই চক্রে পঞ্চশ-ষাটজন যুক্ত বলে তারা মনে করেন। ভারতীয় পর্যবেক্ষক মহল মনে করছেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে অন্য দেশে ঢোকার ক্ষেত্রে সমস্যা হয়। তাই বাংলাদেশিরা ভারতীয় পাসপোর্ট ব্যবহার করতে সক্রিয় হয়ে উঠেছেন।

এদিকে অনুসন্থানে জানা যায়, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে-বাংলাদেশ সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাই সোনা দেদার ঢুকছে। সম্প্রতি বসিরহাট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার সোনা উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। এ সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে আসছে ড্রাগস, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র। ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলোতে অপরাধ প্রবণতা ক্রমেই বেড়ে চলায় ভারতীয় প্রশাসনের উদ্বেগ বাড়ছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪