শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রোজায় কি খাবেন কখন খাবেন

Rujaপ্রথম রোজা আজ। ধর্মপ্রাণ মুসলমানগণের কাছে একটি কাঙ্খিত দিন। সকলে যাতে সুস্থভাবে রোজা রাখতে পারেন তার জন্য খাদ্য তালিকা, ওষুধ সেবন ও আহারের ক্ষেত্রে কিছু পরিবর্তন দরকার। যেমন: যারা দু’বেলা রুটি ও একবেলা ভাত খেতে অভ্যস্ত তারা কখন রুটি খাবেন এবং কখন ভাত খাবেন এটা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়েন। মনে রাখতে হবে ভাত খাওয়ার পর অনেক ক্ষেত্রে অনেকে দুর্বল হয়ে পড়েন। বিশেষ করে ডায়াবেটিস রোগী এবং যাদের ব্লাড সুগার বর্ডার লাইন আছে। তাই পুষ্টিবিদদের মতে এসব ক্ষেত্রে সেহেরীতে রুটি, সবজি, আঁশ জাতীয় খাদ্য, চিকেন আহার করা হলে দীর্ঘক্ষণ সজীব থাকা যায়। আর রুটি যেন হয় লাল আটার। অনেকে ময়দার রুটি খেতে পছন্দ করেন। রমজানে লাল আটার রুটি অধিক শক্তিদায়ক। লাল আটা পাওয়া না গেলে যে কোন আটার রুটি খেতে পারেন। ব্লাড সুগারের ঝুঁকিপূর্ণ মুসল্লিগণ হালকা ইফতারের পর তারাবী পড়ে ভাত খেতে পারেন। এক্ষেত্রে রাতের খাবার হবে মেইন কোর্স। তবে যাদের ব্লাড সুগার স্বাভাবিক এবং ডায়াবেটিস নেই তারা রাতে অথবা সেহেরীর সময় ভাত খেতে পারেন। তবে সেহেরীর খাবারে যেন প্রচুর আঁশ জাতীয় খাদ্য, মাছ-মাংস, থাকে তা দেখতে হবে।
আর রোজায় দীর্ঘক্ষণ অভুক্ত থাকার কারণে অনেক ক্ষেত্রে পানিশূন্যতা দেখা দিতে পারে, তাই ইফতার ও সেহেরীর পূর্বে অন্তত ৫ থেকে ৭ গ্লাস পর্যন্ত পানি পান করতে হবে। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের ২/৩ গ্লাস পানি পানই যথেষ্ট। কারণ ডায়াবেটিস রোগীদের অধিক পানি পানে বেশি প্রশ্রাব হতে পারে। এতে শরীর থেকে সুগার কমে হাইপো গ্লাইসেমিয়া হতে পারে। তাই রোজাদারগণের খাবার নির্বাচন এবং আহারের সময় এবং কোন সময়ে কি আহার করবেন তা অবশ্যই বিবেচনা করতে হবে। আর যদি আরও বিস্তারিত জানতে হয় তবে যে কোন পুষ্টিবিদ অথবা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ডা. মোড়ল নজরুল ইসলাম (ইত্তেফাক)

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ