সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জে ডাকাতির অভিযোগে ৫জন আটক

grafter-4বার্তা কক্ষঃ মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে ও চাঁদাবাজির অভিযোগে ২জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ও বায়েক গ্রামে ঘটনা দুটি ঘটে। ডাকাতরা হলো- মো. রমজান (৪০), মো. হানিফ (৪৫) , মো. কামাল (৪০) এবং চাদাঁবাজে অভিযুক্ত মো. এনামুল হক (২৫) ও গিয়াস উদ্দিন (১৮)।

জনতার গণধোলাইয়ের শিকার মো. হানিফ ও মো. কামালের অবস্থা আশংকাজনক। এদের মধ্যে ২জনকে সদর হাসপাতালে ও অপর ২জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার রাত ৯টার দিকে একদল ডাকাত মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে ডাকাতদলকে ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে গণধোলাই দেয়।

এদিকে উপজেলার বায়েক গ্রামে কলেজ শিক্ষক গোলাম মাওলার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় জনতা ২জনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করে জেলহাজতে প্রেরণ করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর জানান, ডাকাতদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তারা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে।