শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ধানের শীষের জন্য বিএনপিতে ভর করতে চায় জামায়াত

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার পরামর্শ দিয়েছে জামায়াতে ইসলামি।

শুধু তাই নয়, নিবন্ধন ও প্রতীক হারিয়ে দলটি এখন ধানের শীষ নেয়ার জন্য বিএনপির ওপর ভর করছে।

২০ দলীয় জোটের প্রধান শরীক দল জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। তবে পরামর্শের পাশাপাশি বেশ কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে দলটি।

বিএনপিকে দেয়া শর্ত সম্পর্কে সূত্র জানায়, যদি বিএনপি নির্বাচনে যায় তবে আসন ভাগাভাগির বিষয়টি নিয়ে প্রথমেই কথা হবে।

এরপর জামায়াতের প্রার্থী বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবে। প্রতীক হবে সংগত কারণেই ধানের শীষ। প্রায় ১৭ টি প্রস্তাব দেয়া হয়েছে। সবগুলোই এখন প্রকাশ করা যাবেনা।

নিবন্ধন বাতিলের পর স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত স্বতন্ত্র হিসেবে দলীয় প্রার্থী দেয়। তাতে বেশ কয়েকজন প্রার্থী জয়ীও হয়েছেন। আর পরাজিত প্রার্থীরা খুব কম ভোটের ব্যবধানে হেরেছেন।

এক্ষেত্রে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের একাধিক শীর্ষ নেতা নির্বাচনে পরাজয়ের জন্য সরকারের ভোট কারচুপিকে যেমন দায়ী করেছেন- তেমনি দোষরোপ করা হয়েছে বিএনপিকেও।

সংগঠনটির এক শীর্ষ নেতা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে অনুরোধ করা হয়েছিলো তারা যেন সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেয়।

তবে বিএনপি সেই অনুরোধ না রাখায় প্রার্থীদের অনেকেই পরাজিত হয়েছে বলে মনে করে জামায়াত।

জামায়াতের অপর এক নেতা বলেন, আগামী জাতীয় নির্বাচনে না যাওয়াটা হবে ভুল সিদ্ধান্ত। সংসদে একজন প্রতিনিধি না থাকলে যত বড় দলই হোক না কেন তার মূল্যায়ন কম থাকে।

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি না যায় তাহলে জামায়াত-স্বতন্ত্র প্রার্থী দেবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ওই নেতা বলেন, সুরা বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

আদালত যদি দলটির রাজনীতি নিষিদ্ধ করে রায় দেয়- সেক্ষেত্রে কৌশল কী হবে- এ প্রশ্নের জবাবে জামায়াতের দুই শীর্ষ নেতা বলেন, রাজনীতি নিষিদ্ধ করে রায় দিলেও দলের নেতাকর্মী এবং সমর্থকদের তো আর দেশ থেকে বের করে দেবেনা।

বিকল্প পথও খোলা রেখেছি। সব কিছু মিডিয়াতে বলার সময় আসেনি।

এদিকে, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও ডক্টর মঈন খান কে বলেন, জামায়াতের প্রস্তাব সম্পর্কিত কোন তথ্য তাদের জানা নেই।

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ