রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্যালাক্সি এস৫ স্মার্টফোনে বিশেষ অফার

গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটি কিনলে ক্রেতাদের ক্যাশব্যাক নামে বিশেষ অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এক বিজ্ঞপ্তিতে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, এই অফারে ৬০ হাজার টাকা দিয়ে স্মার্টফোন কিনলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতা। এ জন্য স্মার্টফোনটি কেনার সময় সিরিয়াল নম্বর এসএমএস করতে হবে।



স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বব্যাপী গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটি বিক্রি শুরুর এক মাসের মধ্যেই এক কোটি ইউনিট বিক্রি হয়েছে। এই সাফল্য উদযাপন করতে বাংলাদেশের ক্রেতাদের জন্য ক্যাশব্যাক অফার ছাড়া হয়েছে।



স্যামসাংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মার্টফোনটি কিস্তিতেও কেনার সুবিধা রয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্র্যাক ব্যাংক এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ইন্টারেস্ট ছাড়া মাসিক তিন হাজার ৩৩৩ টাকায় ১৮ মাসের কিস্তিতে তা কেনা যাবে।



এ ছাড়া স্মার্ট এক্সচেঞ্জ অফারেও গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি এস৫ কিনতে পারবেন। এ অফারের আওতায় গ্রাহকেরা তাঁদের ব্যবহূত স্মার্টফোনের বিনিময়ে স্যামসাং গ্যালাক্সি এস৫ পেতে পারেন। এই এক্সচেঞ্জ অফারটি নির্দিষ্ট মডেলের জন্য নির্বাচিত স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে পাওয়া যাবে। এ ক্ষেত্রে পরিবর্তনের সময় ব্যবহূত মোবাইলের বর্তমান অবস্থা এবং ওয়ারেন্টি যাচাই করে নেওয়া হবে।



বাংলাদেশে এ বছর ১১ এপ্রিল গ্যালাক্সি এস৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে স্যামসাং। স্মার্টফোনটিতে আছে ৫.১ ইঞ্চি সুপার অ্যামলয়েড ডিসপ্লে, ১৬ এমপি ক্যামেরা সুবিধা। অক্টা কোর প্রসেসরের স্মার্টফোনটিতে অটো ফোকাস, এইচডিআর, এইচডি ভিডিও, ইমেজ রেকর্ডিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ধূলি ও পানি প্রতিরোধের ব্যবস্থার মতো ফিচার রয়েছে।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪