রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সদর হাসপাতালে পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেছেন মোকতাদির চৌধুরী এমপি ॥ ব্যাবস্থা নেয়ার নির্দেশ

brahmanbaria@hospi.dghs.gov.bdনিজস্ব প্রতিবেদক: জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে চরম অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলেগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। তিনি গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় আকস্মিকভাবে সদর হাসপাতাল পরির্দশন করেন। সদর হাসপাতালে ঢুকেই তিনি হাসপাতাল কম্পাউন্ডে অবৈধভাবে এ্যাম্বুলেন্স পার্কিং দেখে ক্ষুব্ধ হন। পরে তিনি জরুরী বিভাগে ঢুকেন। সেখানে গিয়ে দেখেন একটি বিষ খাওয়া রোগীকে চিকিৎসা দিচ্ছে হাসপাতালের সুইপার ও একজন মালি। অথচ কর্তব্যরত চিকিৎসক চেম্বারে আছেন। মোকতাদির চৌধুরী এম.পি কর্তব্যরত চিকিৎসককে মালি ও সুইপার দিয়ে কেন ওই রোগীর চিকিৎসা করা হচ্ছে তা জিজ্ঞেস করলে চিকিৎসক উত্তর দেন এটি তার কাজ নয়। এ ঘটনায় চরম ভাবে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আকবর হোসেনের কাছে এই চিকিৎসা সেবার কথা বললে তিনি বলেন, ওই রোগীকে চিকিৎসা করা কর্তব্যরত চিকিৎসকের দায়িত্ব। মোকতাদির চৌধুরী এম.পি কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়ার জন্য তত্ত্ববায়ককে নির্দেশ দেন এবং আগামী ১৮ মে জেলা স্বাস্থ্য কমিটির সভায় বিষয়টি উত্থাপনের জন্য তত্ত্ববধায়ককে বলেন। পরে তিনি হাসপাতাল ক্যাম্পাস থেকে অবৈধ এ্যাম্বুলেন্স সরানোর ব্যবস্থা করতে তত্ত্ববায়ককে নির্দেশ দেন। এ ব্যাপারে জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪