রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আরেকটি লড়াইয়ে মুখোমুখি মেসি-রোনালদো

photo-1468855895স্পোর্টস ডেস্ক : ফুটবলের প্রায় প্রতিটি পুরস্কারে দুজনের লড়াই অবধারিত। যেকোনো পুরস্কারের বাড়তি আকর্ষণ লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত লড়াই। এবারের উয়েফা সেরা ফুটবলারের লড়াইয়েও যথারীতি মুখোমুখি হচ্ছেন দুই মহাতারকা।

সোমবার ঘোষিত হয়েছে ইউরোপসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা। ১০ জনের এই তালিকায় প্রত্যাশিতভাবেই আছে মেসি ও রোনালদোর নাম। ইউরোপের ক্লাব ফুটবলে অংশ নেওয়া খেলোয়াড়দের দেওয়া হয় উয়েফা সেরা ফুটবলারের পুরস্কার।

এ বছর দুটো শিরোপা জয় করায় রোনালদোই ইউরোপসেরার লড়াইয়ে ফেবারিট। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে টাইব্রেকারে রোনালদোর জয়সূচক গোল একাদশ শিরোপা এনে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও পর্তুগালের শিরোপা জয়ে বড় অবদান ছিল তাঁর।

গত মৌসুমে চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন মেসি। তবে চোট থেকে ফিরে দারুণ খেলে বার্সেলোনার স্প্যানিশ লা লিগা ও কোপা দেল রে জয়ে যথারীতি বিশাল ভূমিকা রেখেছিলেন তিনি। কোপা আমেরিকা শতবার্ষিকীর ফাইনালে অবশ্য আর্জেন্টিনাকে সাফল্য এনে দিতে পারেননি। তবে ইউরোপসেরার লড়াইয়ে মেসিকে উপেক্ষা করার উপায় নেই।

রোনালদোর রিয়াল মাদ্রিদ সতীর্থ গ্যারেথ বেল ও মেসির বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজও আছেন সংক্ষিপ্ত তালিকায়। বেলের নৈপুণ্যে প্রথমবারের মতো ইউরো খেলতে গিয়েই সেমিফাইনালে উঠেছে ওয়েলস। আর সুয়ারেজ হয়েছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতা। ইউরোর সর্বোচ্চ গোলদাতা আতলেতিকো মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার আন্তইন গ্রিজম্যানও আছেন সংক্ষিপ্ত তালিকায়। কিন্তু বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার নেই।

সংক্ষিপ্ত তালিকায় থাকা বাকি পাঁচজন হলেন রিয়াল মাদ্রিদের পেপে ও টনি ক্রুজ, জুভেন্টাসের জিয়ানলুইজি বুফন এবং বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার ও টমাস মুলার।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ৫৫টি সদস্য দেশের সাংবাদিকদের ভোটে এই পুরস্কার দেওয়া হয়। আগামী ৫ আগস্ট দ্বিতীয় দফা ভোটের পর তিন ফাইনালিস্টের নাম জানানো হবে। আর ২৫ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪