রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও ব্যাটে বলে সাকিব-জাদু

Jamaica Tallawahs v St Kitts & Nevis Patriots - Hero Caribbean Premier League (CPL) – Match 17স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচেই গায়ানার বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সাকিব আল হাসান। বল হাতেও খুব খারাপ করেননি। এক দিন পরেই বাংলাদেশ সময় আজ ভোরে সাকিব আবার জ্বলে উঠলেন ব্যাটে-বলে। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে জ্যামাইকা তালওয়াসকে এনে দিলেন দুর্দান্ত এক জয়।

প্যাট্রিয়টসের আমন্ত্রণে আগে ব্যাট করা তালওয়াস স্কোরবোর্ডে ঝড়ই তুলেছিল। মূল ভরসা ক্রিস গেইল ব্যর্থ হলেও আলো ছড়িয়েছেন কুমার সাঙ্গাকারা। তাঁর ৪৭ বলে ৬৫ রানের পাশাপাশি রোভমাৃন পাওয়েলের ২৩ বলে ৩৫ আর সাকিবের ১৭ বলে ৩৪ রান নির্ধারিত ২০ ওভারে তালওয়াসকে নিয়ে যায় ৬ উইকেটে ১৮৩-এ।

সাকিবের ১৭ বলে ৩৪ রানের ইনিংসটিতে ছিল ৫ চার ও ১টি ছয়ের মার। সাঙ্গাকারা ৬৫ রান করেন ৭ চার ও ২ ছয়ে। পাওয়ালের ৩৫ রান আসে ৪টি চার ও ১টি ছয়ে। প্যাট্রিয়টসের পক্ষে ক্রিসমার সান্তোকি ৩ উইকেট পেয়েছেন ২৪ রানে, পাশাপাশি শেলডন কাটলেন ও তাবরাইজ শামসি নিয়েছেন একটি করে উইকেট।

১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্যাট্রিয়টস তালওয়াস বোলারদের তোপের মুখে পড়ে। বল হাতেও সাকিব জ্বলে ওঠেন দারুণভাবে। ২ ওভার বল করে মাত্র ২ রান দিয়েই তিনি তুলে নেন জোড়া উইকেট। তালওয়াসের সেরা বোলার অবশ্য সাকিব নন, কেসরিক উইলিয়ামস। তিনি ১৯ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন ২টি উইকেট পেয়েছেন মাত্র ৫ রান দিয়ে। আন্দ্রে রাসেল ২ উইকেট নিয়েছেন ১১ রানে। একটি উইকেট নিয়েছেন গ্যারি মাথুরাইন। প্যাট্রিয়টস অলআউট হয়েছে ৭৫ রানে, শেষ পর্যন্ত ১০৮ রানের বড় ব্যবধানেই হারতে হয়েছে তাদের।

তালওয়াসের বোলারদের পরিসংখ্যানই বলে দিচ্ছে, ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি প্যাট্রিয়টসের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ২৩ রান এসেছে জোনাথন কার্টারের ব্যাট থেকে। এ ছাড়া এভিন লুইস ১৭ আর ফ্যাফ ডু প্লেসি করেন ১২।
সাকিবের জ্যামাইকা তালওয়াস আগামী পরশু ভোরে ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হবে।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪