রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফিদের বোলিং কোচের অপেক্ষায় বিসিবি

22স্পোর্টস ডেস্ক : আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড সিরিজের কন্ডিশনিং ক্যাম্প। এই সিরিজের জন্য ইতোমধ্যেই ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এ ক্যাম্প শুরু হতে আর মাত্র তিনদিন বাকি থাকলেও এখনো চূড়ান্ত হয়নি মাশরাফিদের বোলিং কোচ। তবে এই তিনদিনের মধ্যেই বোলিং কোচের নাম চূড়ান্ত হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক পদত্যাগ পত্র জমা দেয়ার পর তার ব্যাপারে নতুন করে আর কোনো আগ্রহ দেখাননি বিসিবি। গত ৩ জুলাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন ঈদের আগেই জাতীয় দলের বোলিং কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। হচ্ছে হবে করেই পেরিয়ে গেল ১২টা দিন। কিন্তু তারপরও মাশরাফিদের বোলিং কোচের নামটি জানা যায়নি। জাতীয় দলের বোলিং কোচের ব্যাপারে অনেক অন্ধকারেই আছে বিসিবি।

জাতীয় দলের বোলিং কোচের নিয়োগের ব্যাপারে জানতে চাওয়া হলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘বোলিং কোচের ব্যাপারে এখনো কথা বার্তা চলছে। সবকিছু প্রায় চূড়ান্ত। হয়তো দুই-তিন দিনের মধ্যে হয়ে যাবে। আমাদের বোর্ড সভাপতি এ বিষয়টি নিজেই তদারকি করছেন। আশা করছি দুই-তিন দিনের মধ্যেই নিশ্চিত করা যাবে।’

বোলিং কোচ নিয়োগে বেশ দেরি করছে বিসিবি। তবে কি এটা কি নিরাপত্তাজনিত কারনেই এমনটা করা হচ্ছে। তবে এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, ‘না, এই কারণে কোনো রকম সমস্যা হয়নি। আর কন্ডিশনিং ক্যাম্পের পরিকল্পনা এভাবে করা হয়েছিলো। আগে কন্ডিশনিং ক্যাম্প এর পর বোলিং, ব্যাটিং, ফিল্ডিং অনুশীলন।’

এদিকে ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামী ২০ জুলাই থেকে। প্রথমদিকে এই ক্যাম্প ট্রেনার মারিও ভিল্লাভারায়নের তত্ত্ববধানেই থাকবে বলে জানালেন আকরাম খান, ‘যেহেতু ২০ তারিখ থেকে আমাদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার কথা। প্রথম এক সপ্তাহ থেকে ১০ দিন ট্রেনারের নেতৃত্বেই ক্যাম্প পরিচালিত হবে। তারপর অনান্য কোচদের বাংলাদেশে আসার কথা রয়েছে। এরপর কোচরা কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন।’

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪