রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সবাই আমাকে পতিতা দেখতে চান : সালমা হায়েক

20140902104439বিনোদন ডেস্ক : সফলতার অর্থ একেক মানুষের কাছে একেক ধরনের। বিশেষ করে সালমা হায়েকের জন্যে তা বেশ অস্বস্তিকর।১৯৮৯-এর কথা। মাত্র ২৩ বছর বয়সে ম্যাক্সিকান শর্ট ফিল্ম ‘টেরেসা’-তে অভিনয় করে নজরে আসেন। এই ফিল্মটি দেশের ৭০ শতাংশ মানুষ উপভোগ করেন। শুধুমাত্র সালমার বাবা, মা এবং এক ওয়েল ড্রিলিং কম্পানির পরিচালক বাকি ৩০ শতাংশের মধ্যেই ছিলেন। বেশ সফল হয়েছিল সিনেমাটি। সামান্য পরিসরে সেলিব্রেট করলেন তারা। সেখানে হায়েককে অনেকে নজরে রাখলেন। তার স্বাভাবিক চালচলনেই বোদ্ধারা ভবিষ্যতের প্রতিভা দেখতে পেলেন।

এরপর ২৬ বছর কেটে গেছে। সালমার বয়স এখন ৫০। এর মাঝে বহু দূর এগিয়েছেন তিনি। হায়েক সহজাত অভিনেত্রী। তার প্রতিভা মূলত নতুন ছবি ‘টেল অব টেলস’-এ আরো উদ্ভাসিত হয়েছে। ইতালিয়ান পরিচালক ম্যাটেও গ্যারোনের পরিচালনায় ১৭ শো শতকের নিয়াপলিটান কবি জিয়ামবাতিস্তা বাসিলের লেখনি সিনেমায় পরিণত হচ্ছে। এর কেন্দ্রিয় চরিত্রে রয়েছেন সালমা। যেখানে সন্তানহীন রানি সি-ড্রাগনের হৃদযন্ত্র খেয়ে গর্ভবতী হয়ে পড়েন। পরে তিনি ও তার স্বামী ফ্রেঞ্চ বিলিয়নিয়ার ফ্রাঙ্কোইস-হেনরি পিনাল্টের ঘরে আসে এক ফুটফুটে কন্যা। এ ছবির স্ক্রিপ্ট দেখে তিনি বুঝতেই পারছিলেন, এটা কিভাবে কি হবে। তবে ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হয়ে ওঠে।

হলিউড তারকার হিসাবে তিনি খ্যাতি লাভ করেন ১৯৯৫ সালের ব্লকবাস্টার ‘ডেসপেরাডো’র মাধ্যমে। ২০০৩ সালে শিল্পী ফ্রিডা কাহলোর বায়োপিকে অভিনয় করে সেরা অভিনেত্রী মনোনীত হন। এই শিল্পী সাধারণত অপরিচিতদের নিয়েই কাজ করেন।

গ্যারোনে যখন সালমাকে প্রস্তাব করেন নতুন সিনেমায় রূপকথার রানি চরিত্রে অভিনয় করতে, তখন এটাকে পাগলামি বলেই মনে হলো তার। কিন্তু ক্রমেই আগ্রহী হয়ে উঠলেন তিনি।

১৯৯১ সালে হায়েক লস অ্যাঞ্জেলসের একটি অভিনয় শিক্ষণ স্কুলে ভর্তি হন। সেখানে তিনি পেয়েছিলেন স্টেলা অ্যাডলারকে। এই নারী হলিউডের প্রথম নেতৃস্থানীয় ম্যাক্সিকান নারী। সেই নারী হায়েককে এমন সব তথ্য দেন যা কি অবিশ্বাস্য। ম্যাক্সিকান অভিনেত্রীরা সাধারণত বারবনিতা বা গভর্নেসের জন্যে বাছাই হয়ে থাকেন। সিনেমায় এর বেশি কিছু তারা করতে পারেন না। একবার তাকে শীর্ষস্থানীয় এক স্টুডিও জানায়, আপনি এখানে মুখ খোলামাত্র সবাই আপনাকে কোনো বাড়ির কাজের মেয়ের চরিত্রের জন্যে বাছাই করে নেবেন।

নব্বুইয়ের দশকের মাঝামাঝির কথা বললেন সালমা হায়েক। জানালেন, তারা আমাকে পতিতার চরিত্রে দেখাতে চান। কিন্তু কখনোই পতিতাদের নেত্রীর চরিত্রে নয়। তাই ভবিষ্যতে মেক্সিকানদের জন্যে কাজ করতে চান তিনি। আমেরিকানদের বর্ণবিদ্বেষের শিকার তিনি, এমনটাই মনে করেন। তাই প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পারেন না। বলেন, ট্রাম্পকে দেখলেই আমেরিকার চিত্রটা পেয়ে যাবেন। তারা পক্ষপাতদুষ্ট। সূত্র : টেলিগ্রাফ।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪