রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে চেয়্যারমান কে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সভা

IMG_20160520_174454আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মনবাড়ীয়া : নবীনগর বীরগাওঁয়ে নিহত  সাবেক সেনা সদস্য  বাহার উদ্দিনের হত্যা মামলার প্রধান আসামী চেয়্যারমান কবির আহম্মেদ কে গ্রেফতারের দাবীতে গতকাল বিকালে বীরগাওঁ বাজারে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে গাজীর কান্দি ঈদগা মাঠে এসে শেষ হয়। সেখানে এক  প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি জনাব ধন মিয়া। বক্তব্য রাখেন, নিহত বাহার মিয়া বাবা নাসির সরকার, বীর মুক্তিযোদ্ধা মস্তুু মিয়া, সাচ্চু মিয়া মেম্বার, স্কুল শিক্ষক জনাব ইব্রাহিম সরকার, মো: কাজল মিয়া।
নাসির সরকার তার বক্তব্যে বলেন, আমি আর  কি বলব আমার বলার  কোন ভাষা নেই।  তারা যে ভাবে আমার ছেলেকে ব্রাহ্মণবাড়ীয়া শহরের ফুলবাড়ীয়া ভাড়া বাসা থেকে সন্ধায় কৌশলে  ডেকে নিয়ে সু-পরিকল্পিত ভাবে যে  হত্যা কান্ড ঘটিয়েছে।  আমি এর দৃষ্টান্ত মূলক বিচার চাই। যেন বীরগাওয়ে  গ্রামে  আমার মত কোন বৃদ্ধ বাবার তার সন্তানকে জবাই করে হত্যা করা হয়েছে শুনতে না হয়। আমি প্রশাসনের কাছে আসামী গ্রেফতারের জন্য জোরদাবী জানাচ্ছি।
ইউনিয়ন আ’লীগ সভাপতি হোসেন সরকার  বলেন, এই  বীরগাওয়ে কেন পিস্তল, কেন বোমা, কেন খুন আর এই সব মূল হোতা কে?  আপনারা ভাল করেন জানেন কবির চেয়্যারমান এই সব ঘটনার মূল হোতা আর থাকে সহযোগিতা করছেন তার ছোট ভাই আল-আমিন (কেন্দ্রীয় ছাএলীগ নেতা)। কবির চেয়্যারমান আরো বলেছেন বীরগাওয়ে মাটিতে দুইটা -চারটা মানুষ খুন করে ফেললে আমার কিছু হবেনা। সে ক্ষমতা ধরে রাখার জন্য রক্তের  খেলায় নেমেছেন। পরবর্তী আমাকে ও বাহার ভাইয়ের মত জীবন দিতে হতে পারে। কেননা প্রশাসন তাদের বাচানোর চেষ্টা করছে। খুনী কবির চেয়্যারমান ও তার সহযোগিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে।  কেন   তাদের ধরছেন না পুলিশ। জানিনা এই খেলার শেষ কোথায়। তবে আমরা ঐক্য বদ্ধ থাকলে  সত্যের জয় হবে “ইনশাল্লা”।
জহির রায়হান তার বক্তব্যে  বলেন, আমি বীরগাওয়ে এই বারের নির্বাচনের নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করেছিলাম। আমার সাথে বিদ্রোহী প্রার্থী ছিল বাহার উদ্দিনের  খুনী কবির আহম্মেদ। সে কালো টাকার জোরে প্রশাসনকে ম্যানেজ করে করে আমার নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে। আমি মামলা করে তার নির্বাচনী গেজেট আপাদত স্হগিত করেছি। সে আমাকে প্রতিনিয়ত প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে হুমকি দিচ্ছে মেরে ফেলার। সে আমাদের সাবেক সেনা সদস্য বাহার ভাইকে অত্যন্ত পরিকল্পিত হত্যা কান্ড ঘটিয়েছে। থাকে প্রধান হুকুম দাতা আসামী করে আমরা মামলা করছি কিন্তু পুলিশ প্রশাসন তাকে ও তার সহযোগিদের ধরছেন না কেন তা আমরা জানিনা। তবে প্রশাসনের ভাইদের বলছি আপনারা খুনী কবির চেয়্যারমান কে ধরে ঘটনার মূল  হত্যাকান্ডের রহস্য উদ্ ঘাটন করেন। তা না হলে সে বীরগাওঁয়ে মাটিতে আরো হত্যা কান্ড চালাবে। তবে জনগণ একদিন এই অন্যায়ের প্রতিবাদ করবে নিশ্চিত সেদিন খুনী কবির পালানোর পথ পাবেনা এই বীরগাওয়ে মাটি থেকে।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪