শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিশ্বের সব লিগেই মুস্তাফিজের প্রবল চাহিদা থাকবে’

mustafizস্পোর্টস ডেস্ক : ক্রিকেটে মুস্তাফিজুর রহমানকে সবাই আলাদাভাবে কেন চেনে? কারণ তার কাছে একটা ‘অস্ত্র’ জমা আছে। যার নাম কাটার। এটা দিয়েই ঘায়েল করেন বাঘা বাঘা ব্যাটসম্যানদের। মজার বিষয় হচ্ছে, ওই ব্যাটসম্যানরা জানেন যে মুস্তাফিজ কাটার দেবেন। তার পরও কেন বাংলাদেশের এই কাটার মাস্টারকে পড়তে পারছেন না তারা? মুস্তাফিজের সেই কাটার কিন্তু সোজা পথে চলে না, বাঁক নিয়ে অন্য দিকেও যায়। বোলিংয়ে বৈচিত্র্য থাকার কারণেই মুস্তাফিজকে মাটিতে নামানো সম্ভব নয়। এমনটাই জানালেন বাংলাদেশের ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তবে  টাইগার দলনেতার একটা আফসোসও আছে। কী সেই আফসোস? আইপিএলে মুস্তাফিজকে সেভাবে পরিচালিত করতে পারছেন না সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মাশরাফি বলেন, ‘বাংলাদেশ দলে আমি বা আমরা সবাই জানি যে কীভাবে ওর বলে কীভাবে ফিল্ডিং সাজাতে হয়। ওর ফিল্ড প্লেসিং আর সবার চেয়ে একটু আলাদা। একটা জায়গার কথা বলি। স্লগ ওভারে ওর বোলিংয়ে আমি সবসময়ই লং অন না রেখে মিড অন রাখি, আর স্কয়ার লেগ, মিড উইকেট বাউন্ডারিতে দুজন। এমনিতে বিশ্বের আর কোনো বোলারই স্লগ ওভারে মিড অন রাখার সাহস পায় না। কিন্তু মুস্তাফিজের বলে সোজা খেলা খুব কঠিন। নিখিল নাইক মিড অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আউট হলো। তো এই ব্যপারগুলি তো ডেভিড ওয়ার্নার সেভাবে জানে না। এজন্য হয়তো মুস্তাফিজ নিজেই সাজাচ্ছে। বাংলাদেশ দলে তো আমরা সবাই জানি।’

নিজেকে নিয়ে বেশ সচেতন মুস্তাফিজ। যা ভবিষ্যতে আরো ভালো করার জন্য মাশরাফিকে আশাবাদী করে তুলছে। বাংলাদেশ দলনেতা বলেন, ‘ভবিষ্যতের পথচলায় এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের দেখভাল নিজেকেই সবচেয়ে বেশি করতে হয়। মুস্তফিজ সেটা খুব ভালোভাবেই পারে। জিম করে, খুব নিয়ম মেনে চলে। খুবই গোছানো ছেলে। এই জায়গাটায় তাই আমার চিন্তা কম।’

প্রথমবারের মতো বিদেশি লিগ হিসেবে আইপিএলে খেলতে গেছেন মুস্তাফিজ। বাজিমাত করেছেন তিনি। এই  সাফল্য আগামীতেও জমা হবে তার ভাণ্ডারে। চাহিদা বাড়বে বিশ্বের নামিদামি লিগেও। মাশরাফি বলেন, ‘আমার নিশ্চিত বিশ্বাস, বিশ্বের সব লিগে বা টুর্নামেন্টে এখন মুস্তাফিজের প্রবল চাহিদা থাকবে। এই জায়গাটাতেই নিজের ভালো বুঝতে হবে ওকে এবং ওর পরিবারকে।’

এ জাতীয় আরও খবর

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা