শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়ের ধারা অব্যাহত সাকিবের কলকাতার

240927.3স্পোর্টস ডেস্ক : জয়ের ধারায় রয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রোববার রাতে কলকাতা দুই উইকেটে পরাজিত করেছে ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টসকে। পাঁচ ম্যাচে কলকাতার এটি চতুর্থ জয়। অন্যদিকে শ্রীহিন অবস্থা ধোনিদের। পাঁচ ম্যাচে এটি তাদের চতুর্থ হার, জয় মাত্র একটিতে। ফলে পয়েন্ট তালিকায় সবার নিচেই তাদের অবস্থান।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে রাইজিং পুনে।দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেনি অজিঙ্কা রাহানে। জবাবে দুই বল হাতে রেখে ৮ উইকেটে জয়ের লক্ষ্যে পৌছে যায় কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ সেরার পুরস্কার জেতেন কলকাতার সুরিয়া কুমার যাদব।

এদিন অবশ্য কলকাতার দুই ওপেনার উথাপ্পা ও গাম্ভীর ছিলেন ব্যর্থ। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে বিদায় নেন উথাপ্পা। ৫ বলে ১১ রান করে রান আউট অধিনায়ক গৌতম গাম্ভীর।

ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের সাকিব আল হাসানও। ৯ বলে তিন রান করে তিনি ভাটিয়ার বলে বোল্ড। তবে কলকাতার জয়ের জন্য মূখ্য ভূমিকা পালন করেন সুরিয়া কুমার যাদব। ৪৯ বলে ছয় চার ও দুই ছক্কায় করেন সর্বোচ্চ ৬০ রান। ২৭ বলে ৩৬ রান করে জয়ের পালে বাতাস লাগান ইউসুফ পাঠান।

শেষের দিকে পেরেরা দুটি উইকেট দ্রুত নিলে চাপে পড়ে কলকাতা। তবে শেষ ওভারের তৃতীয় বলে পেরেরাকে ছক্কা হাঁকিয়ে কলকাতার হয়ে রোমাঞ্চকর জয় এনে দেন উমেশ যাদব। রাইজিং পুনের হয়ে মরকেল, পেরেরা ও ভাটিয়া দুটি ও অশ্বিন নেন একটি উইকেট।

ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংটা ভালোই করেছেন সাকিব। রাইজিং পুনের বিরুদ্ধে তিন ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন একটি উইকেট। দলের মধ্যে সাকিবের বোলিংই ছিল সবচেয়ে মিতব্যয়ী। সেখানে সুনীল নারিন ৪ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। মরকেল ৩ ওভারে ৩০ রান দিলেও পাননি কোন উইকেটের দেখা।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪