রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজও মনের মানুষের দেখা পাননি আলিয়া

২০১২ সালে মুক্তি পাওয়া ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির সহ-অভিনেতা বরুণ ধাওয়ানের পর মুক্তির প্রতীক্ষিত ‘টু স্টেটস’ ছবির সহ-অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গেও আলিয়া ভাটের প্রেমের খবর চাউর হয়েছে। কিন্তু সম্প্রতি নিজেকে সম্পূর্ণ একা বলেই দাবি করেছেন প্রখ্যাত নির্মাতা মহেশ ভাটের মেয়ে ও হাল আমলের জনপ্রিয় তারকা অভিনেত্রী আলিয়া।


প্রেমের সম্পর্কে জড়ানোর মতো পছন্দের কোনো মানুষ এখন পর্যন্ত খুঁজে পাননি বলেই দাবি করেছেন ২১ বছর বয়সী আলিয়া। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এ মুহূর্তে আমি সম্পূর্ণ একা। আমার মনের মানুষের মধ্যে কয়েকটি গুণ অবশ্যই থাকতে হবে। তাঁকে বিশ্বাসী ও অনুগত হতে হবে। পাশাপাশি সততা থাকতে হবে তাঁর মধ্যে। এ বিষয়গুলো আমার কাছে খুবই জরুরি।’


আলিয়া আরও বলেন, ‘কেউ আমার জীবনসঙ্গী হতে চাইলে তাঁকে এমন একটি পরিবারের ছেলে হতে হবে, যেখানে প্রত্যেক সদস্যের মতামতের গুরুত্ব দেওয়া হয়। আমি এমন কাউকে চাই না, যে আমার মূল্যবোধকে খাটো করে দেখবে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।      


১৯৯৯ সালে মাত্র ছয় বছর বয়সে বলিউডের ‘সংঘর্ষ’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করলেও, আলিয়া ভাট প্রথম সবার নজরে আসেন দুই বছর আগে মুক্তি পাওয়া ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির শানায়া সিংহানিয়া চরিত্রে অভিনয়ের মাধ্যমে। করণ জোহর পরিচালিত ছবিটিতে তাঁর সাবলীল অভিনয় প্রশংসিত হয় বিভিন্ন মহলে। জি সিনে, স্ক্রিন, ফিল্মফেয়ারসহ বিভিন্ন পুরস্কার প্রদান আসরে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে মনোনীত হন আলিয়া ভাট। 


এ বছর মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত ‘হাইওয়ে’ ছবিটি। ‘রকস্টার’ ছবির নির্মাতা ইমতিয়াজ আলী পরিচালিত ভিন্নধর্মী গল্পের ছবিটিতে অনবদ্য অভিনয় উপহার দিয়ে ফের দর্শকদের হূদয় জয় করেছেন আলিয়া। তাঁর অভিনীত পরবর্তী ছবি ‘টু স্টেটস’ মুক্তি পাচ্ছে ১৮ এপ্রিল। করণ জোহর প্রযোজিত রোমান্টিক-কমেডি ঘরানার ছবিটিতে আরও অভিনয় করেছেন অর্জুন কাপুর, রণিত রয়, অমৃতা সিং প্রমুখ।

এ ছাড়া চলতি বছরের ১১ জুলাই মুক্তি পাবে আলিয়া অভিনীত ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিটি। এটিরও প্রযোজক করণ জোহর। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে দ্বিতীয়বারের মতো বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া।

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত