সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় হ্রদে ভেসে উঠল প্রাগৈতিহাসিক প্রাণী

photo-1455629507অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে ম্যাকুয়ারি হ্রদের একপাশে হঠাৎ করেই জেগে উঠল এক প্রাণী। মুখ ডলফিনের মতো হলেও প্রাণীটির শরীর যেন কুমিরের। স্থানীয় এক বাসিন্দা ছবি তুলে পোস্ট দেওয়ার পর অনেক বিশেষজ্ঞ একে প্রাগৈতিহাসিক কোনো প্রাণী বলে দাবি করছেন।ডেইলি মেইল জানিয়েছে, সম্প্রতি ম্যাকুয়ারি হ্রদ ঘুরতে যাওয়া ইথান টিপার অদ্ভুত প্রাণীটি দেখতে পান। আবার গভীর পানিতে ফিরে যাওয়ার আগেই প্রাণীটির কয়েকটি ছবি তুলে ফেলেন টিপ্পার। পরে প্রাণীটি কেউ চেনে কি না জানতে, অনলাইনে ছবিটি পোস্ট করেন টিপার।অনলাইনে অদ্ভুত প্রাণীটির ছবি দেখে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। অনেকেই একে হ্রদের গভীর পানিতে থাকা প্রাগৈতিহাসিক প্রাণী বলে দাবি করেন। কেউ কেউ একে বানোয়াট ছবি বলেও দাবি করেন। আবার কেউ কেউ দাবি করেন এটি লেকের বাইরে কোথাও তোলা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা।মাছবিষয়ক অস্ট্রেলিয়ার জাদুঘরের সংগ্রাহক মার্ক ম্যাকগ্রোথার ডেইলি মেইলকে বলেন, ম্যাকুয়ারি হ্রদের প্রাণীটি বড় পাইক ইল বলে তিনি মনে করেন। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের গভীর পানিতে এটি দেখা যায়। তবে এই প্রথম স্বাদু পানিতে এমন মাছ দেখা গেল। তিনি মনে করেন, মাছ শিকারিদের বড়শিতে এই মাছ ধরা পড়ে। মাছটিকে পানির গভীর থেকে টেনে ওঠানো হলেও মাছটি বড়ছি ছিঁড়ে চলে যায় বলে ধারণা করেন মার্ক।

জানা গেছে, পাইক ইল ধরা পড়লে ছোটার জন্য প্রচণ্ড টানাহেঁচড়া শুরু করে। অনেক সময়ই পাইক ইলের এমন টানাটানিতে বড়শি ও মাছ ধরার সরঞ্জাম ভেঙে যায়।অনলাইনে ছবি দেখে ম্যাকুয়ারি হ্রদের প্রাণীটি সম্পর্কে মার্ক ম্যাকগ্রোথার বলেন, ১ দশমিক ৮ মিটারের বেশি লম্বা এই ইল। তবে যেভাবে ছবিটি তোলা হয়েছে, এতে প্রাণীটির আকৃতি পুরোপুরি বোঝা যায় না।

জানা গেছে, অনেকটা বোয়াল মাছের মতো দেখতে ইল অনেক দীর্ঘ হয়। এটি অনেক সময় সাপের মতো একে বেঁকে চলে। ইল অন্ধকারের প্রাণী। খাবারের খোঁজে পানির শতমিটার গভীরেও এদের যেতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে