শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে প্রেমিককে কিডনি উপহার

55_101959_0ডেস্ক রিপোর্ট : আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে।এ দিনটিকে ঘিরে বিশ্বজুড়েই বেশ হৈচৈ পড়ে যায়।ভালবাসার মানুষকে নানা উপহার সামগ্রী তুলে দেয়া হয়।উপহারের তালিকায় ফুল থেকে শুরু করে পুতুল, ঘড়ি, জামা, বই আরো কত কী।এবার উপহারের তালিকায় যুক্ত হলো কিডনি। হ্যা পাঠক, ভ্যালেন্টাইন’স ডেতে এবার প্রেমিককে কিডনি উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এক প্রেমিক।

জ্যাক সিমার্ড আর মিশেল লা ব্রাঞ্চ। পেশায় গল্ফার এই দু’জনের দেখাটা হয়েছিল গত বছর।ম্যাঞ্চেস্টারের এক গলফের ময়দানে। প্রথম দর্শনেই প্রেম। তারপর থেকেই একেবারে পারফেক্ট জুটি জ্যাক আর মিশেল।

কিছু দিন আগেই মিশেল জানতে পারেন কিডনির দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন জ্যাক। মাসে তিনবার ডায়ালিসিস করতে হয় তাঁকে। তবে কিছু দিনের মধ্যে কিডনি ট্রান্সপ্লান্ট না করলে আর হয়ত তাঁকে বাঁচানো যাবে না। হঠাৎ এই খবরে ঘাবরে যান মিশেল। আরও ভেঙে পড়েন যখন জানতে পারেন ১৯ বছর আগে তাঁর প্রেমিকের একটা কিডনি আগেই ট্রান্সপ্লান্ট করা হয়েছিল।

প্রাথমিক ধাক্কাটা সামলে জলদি সামলে ওঠেন। ঠিক করেন হার মানবেন না কিছুতেই। নিজের থেকে এভাবে জ্যাককে দূরে যেতে দেবেন না ।

জ্যাককে না জানিয়েই মিশেল ছোটেন ডাক্তারের কাছে। জানান, জ্যাককে কিডনিটা তিনিই ডোনেট করতে চান। কিডনিটা তিনি আদৌ দিতে পারবেন কিনা, জানতে করিয়ে ফেলেন প্রয়োজনীয় টেস্টগুলোও।অদ্ভুতভাবে, সব পরীক্ষাতেই উত্তীর্ণ হয়ে যান তিনি।ডাক্তার জানান এ কোনও মিরাকেলের থেকে কম নয়। অভিন্ন হৃদয় জ্যাক আর মিশেলের কিডনিও প্রায় আইডেন্টিকাল। হয়ত, ভালবাসার অমোঘ টানেই মিল খুঁজে নেয় তাদের রক্তের গ্রুপও।

ডাক্তারের সঙ্গে সব কিছু ঠিকঠাক করার পর নিজের সিদ্ধান্তের কথা জ্যাককে জানান মিশেল। প্রথম প্রথম কিছুতেই রাজি হতে চাননি জ্যাক। কিন্তু, মিশেল তাঁকে বলেন, জ্যাকই তাঁর ভবিষ্যত।জ্যাকের শরীরে তাঁর কোনও অংশের পাকাপাকি অবস্থান, আসলে অনাবিল আনন্দ দেবে মিশেলকেই।

এরপরে আর না বলতে পারেননি জ্যাক।রাজি হয়ে যান প্রেমিকার প্রস্তাবে।

তাই এবারের ভ্যালেন্টাইনে কিডনির আড়ালে প্রেমিককে আসলে জীবনটাই উপহার দিচ্ছেন মিশেল, সঙ্গে দিচ্ছেন না বলা সীমাহীন ভালবাসা, যার তুলনা এখন শুধু তিনিই।

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ