মুস্তাফিজকে মিস করেছি: চেন্নাই কোচ
স্পোর্টস ডেস্ক : আইপিএলে গিয়েই আলো কেড়ে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। পরের ম্যাচে দারুণ বোলিংয়ে নেন ২ উইকেট। তৃতীয় ম্যাচে চেন্নাইয়ের হারে ১ উইকেট নেন তিনি। তবে ওই ম্যাচে হারে চেন্নাই।
কিন্তু চেন্নাইয়ের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি মুস্তাফিজ। যুক্তরাষ্ট্রের ভিসার কাজ করতে দেশে ফিরেছেন তিনি। তাকে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে মিস করেছেন বলে জানিয়েছেন দলটির কোট স্টিভেন ফ্লেমিং।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে মিস করেছেন কিনা এমন প্রশ্নে ফ্লেমিং বলেন, ‘নিঃসন্দেহে মিস করেছি, তবে এটা আইপিএলের অংশ। সে (মুস্তাফিজ) এখানে ছিল না, সুতরাং তাকে আমরা কাজে লাগাতে পারিনি। তবে ইনজুরি এবং ক্রিকেটার মিস করা আইপিএলের অংশ।’
মুস্তাফিজের জায়গায় মুকেশ চৌধুরীকে খেলিয়েছে চেন্নাই। নিজের প্রথম ওভারেই ২৭ রান খান তিনি। পরে তাকে বোলিং দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ফ্লেমিং বলেন, ‘এটা মুকেশকে খেলানোর একটা সুযোগ ছিল। সে ইনজুরি থেকে ফিরেছে। অনুশীলনে ভালো করছিল। দিনটি তার ছিল না। এটাও আইপিএলের অংশ।’