রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুনিয়াউট রেলক্রসিং হইতে ছিনতাই-ডাকাতি মামলার একাধিক আসামী গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ বিশেষ  অভিযান পরিচালনা করে শহরের পৌর এলাকার পুনিয়াউট রেলক্রসিং হইতে চোর ,ছিনতাকারী ও ডাকাতির মামলার একাধিক আসামীদের গ্রেফতার করেছে। সোমবার (২৫ মার্চ) আসামীদের বিরুদ্ধে নিয়মিয়ত মামলা রুজু করে  বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
পুলিশ জানায়,  সদর মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ আসলাম হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করে পুনিয়াউট রেল ক্রসিং হইতে সোমবার ভোররাতে ধৃত আসামী জেলার নবীনগর উপজেলার ওয়ারুক গ্রামের (বর্তমান পুনিয়াউট (পাঁকা ঘাটলা) সংগল্ন আল-আমিনের ছেলে মো: মোঃ হৃদয়(২৫), সরকারপাড়া এলাকার মৃত: ধনমিয়ার ছেলে  জিয়া উদ্দিন প্রঃ জিয়া(৪৪),
সদর উপজেলার সুলতানপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে  সাদ্দাম(২৫), পুনিয়াউট (স্কুল পাড়ার) তাজুল ইসলামের ছেলে মোঃ জুম্মন প্রঃ শুকুর (২১), পুনিয়াউট (উওরপাড়ার) সেলিম মিয়ার ছেলে মোঃ লামিম মিয়া(২২), সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার মৃত: দুলাল মিয়ার ছেলে  তারেক মিয়া (২৫), পুনিয়াউট গ্রামের মো: শওকত মিয়ার ছেলে মোঃ ফরহাদ মিয়া (৪০), দক্ষিণ পৈরতলা এলাকার আ: রহিমের ছেলে  রাব্বি(২৫), নাসিরনগর এলাকার কাহেতুরা গ্রামের মৃত: কুদ্দুস মিয়ার ছেলে  মোঃ হৃদয় মিয়া(২৪), উওর মৌড়াইল (বণিক পাড়া) এলাকার বিল্লাল মিয়ার ছেলে  ইতিহাস মিয়া (২২), দক্ষিন পৈরতলা (শেখ জালাল মাজার) পিছনে মো: মামুন মিয়ার ছেলে মো: জয় মিয়া (২২)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : আসলাম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিয়ত মামলা রুজু করে জেলা  বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।