শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শীতে বাড়তি লাভের আশা দেখছেন ব্যবসায়ীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : শীতে কাঁপছে পুরো দেশ। রাজধানীতেও অনুভূত হচ্ছে তীব্র শীত। গত বেশ কয়েক দিনের শীতে যখন জবুথবু জনজীবন, তখন গরম কাপড় ব্যবসায়ীদের মুখে হাসি। হাড়কাঁপানো শীতে গরম কাপড়ের চাহিদা বাড়ায় বেড়েছে বিক্রি। বাড়তি বিক্রিতে লাভের আশা করছেন ব্যবসায়ীরা।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাতের কাপড় ব্যবসায়ীরা রাস্তার পাশে চট বিছিয়ে কাপড় রেখেছেন। ক্রেতারাও আসছেন। অনেকেই হাক ছেড়ে ক্রেতাদের ডাকছেন। একদরের দোকানেরও দেখা মেলে সেখানে। আবার দরদাম করে কেনার সুযোগও পাচ্ছেন ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, গত বেশ কিছুদিন ধরে ঠান্ডা আবহাওয়া থাকার কারণে তাদের বিক্রি বেড়েছে কয়েকগুণ। বেশি বিক্রিতে লাভের আশা দেখছেন তারা। তবে দিনের অন্য সময়ের তুলনায় বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা সমাগম বেশি থাকে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নিউমার্কেট এলাকার গ্লোব সুপার মার্কেটের সামনে কাপড় বিক্রি করেন রতন মিয়া। বিক্রি সন্তোষজনক জানিয়ে তিনি জাগো নিউজকে বলেন, ‘এক সপ্তাহের বেশি সময় ধরে বেশ ভালো বিক্রি হচ্ছে। আমরা কম টাকার কাপড় বিক্রি করি। যত বেশি বিক্রি করতে পারবো লাভ তত বেশি হয়।’

আরেক বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, ‘শীতের প্রথমদিকে ব্যবসায় তেমন লাভ হয়নি। গত কিছুদিন যাবৎ অনেক ক্রেতা আসছে। দিনে ৩০ হাজার টাকার মতো বিক্রি করি। লাভও ভালো হচ্ছে। আরও কিছুদিন এমন শীত থাকলে মার্কেটে ক্রেতা আরও বাড়বে।’

দিনের শুরুতে তুলনামূলক বিক্রি কম হলেও বিকেল থেকে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে জানিয়ে রুহুল নামের আরেক বিক্রেতা বলেন, ‘এখন কাস্টমার কম দেখতেছেন। বিকেল থেকে বাড়তে থাকবো। আমি একা দোকান চালাইতে হিমসিম খামু। আরেকজন একটু পরে আইবো। দুইজনে মিলে সামাল দিতে হইবো। বিক্রি বেশ ভালা হইতাছে।’

এদিকে তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে দেশের বিস্তৃত অঞ্চলে ছড়িয়েছে শৈত্যপ্রবাহ। সোমবার দেশের ২২টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকায়ও রাতের তাপমাত্রা দুই ডিগ্রির বেশি কমেছে। তাপমাত্রা কমে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২৪ ঘণ্টায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। একই সঙ্গে বুধবার থেকে চার বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪