রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শাক-সবজিসহ অন্যান্য পণ্যের দাম কমেছে, বললেন তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : গত দুই সপ্তাহে বেশির ভাগ পণ্যের দাম কমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘গরুর মাংস আমার এলাকায় ৫৫০ টাকা করে বিক্রি হচ্ছে, মাইকিং করে। যেটি কয়দিন আগেও ৭৫০-৮০০ টাকা ছিল। শাক-সবজির দাম কমেছে এবং অন্যান্য পণ্যের দামও কমেছে।’

সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তবে পেঁয়াজের দামবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘পেঁয়াজের দাম যেভাবে লাফিয়ে বেড়েছে, আমি আপনার বক্তব্যের সঙ্গে একমত; সেটি হওয়ার কোনো কারণ ছিল না। ভারত মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বাজারে বেড়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের যারা ব্যবসায়ী; পাইকারি ব্যবসায়ী বা খুচরা ব্যবসায়ী—সব পর্যায়ের ব্যবসায়ীর অসৎ মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া অন্য কোনো কিছু নয়।’ এ সময় পেঁয়াজের দাম হঠাৎ প্রতি কেজিতে ৫০-১০০ টাকা বেড়ে যাওয়া কোনোভাবেই সমীচীন নয় বলেন ড. হাছান মাহমুদ।

পেঁয়াজের দাম শিগগির কমে যাবে জানিয়ে তিনি বলেন, ‘কারণ এক সপ্তাহের মধ্যে দেশি পেঁয়াজ বাজারে আসা শুরু করবে।’

হাছান মাহমুদ বলেন, ‘আমরা যারা ভোক্তা, আমাদের একটি ট্রেন্ড আছে, কোনো একটি পণ্যের সংকট হচ্ছে গুজব রটালেও আমরা গিয়ে ওইটা এক কেজি কেনার জায়গায় পাঁচ কেজি কেনা শুরু করি। এতে করে ব্যবসায়ীরা আরও সুযোগ পায়। এ ক্ষেত্রেও আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করি।’

নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘এখনো যারা নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে ক্রমাগতভাবে অবরোধ ডাকছে, তারাও বুঝতে পেরেছে যে, নির্বাচন একটি সুন্দর-স্বচ্ছ এবং জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই কারণেই বিদেশি পর্যবেক্ষকরা আসার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

এ জাতীয় আরও খবর

সকালে হলুদ খাওয়ার উপকারিতা

এখন কেমন আছেন অভিনেতা মুশফিক ফারহান

প্রবীর মিত্রের অবস্থা সংকটাপন্ন

ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে যুক্তরাজ্যে চাপের মুখে টিউলিপ সিদ্দিক

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ৫৬

বাণিজ্যমেলায় দর্শনার্থী বেশি, ক্রেতা কম

সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই : মামুনুল হক

শেখ হা‌সিনা‌র ফেরতের বিষয়ে এখনও প্রতি‌ক্রিয়া জানায়‌নি ভারত

শুল্ক-কর বৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়বে না : এনবিআর

সীমান্তে নিরাপত্তা জোরদার, নতুন ভাসমান চৌকি বসিয়েছে ভারত

মানুষ ভোট দিতে পারেনি, আগের সংসদ ছিল ভুয়া; ব্রিটিশ এমপিকে ড. ইউনূস‌‌

বাঞ্ছারামপুরে বেড়া দিয়ে মাছ শিকার : দেখার সময় নেই মৎস্য কর্মকর্তার!!