রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ইসরায়েলের ওপর বেলজিয়ামের নিষেধাজ্ঞা

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পর এবার পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। কারণ দিন দিন পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলা ও সহিংসতা বাড়ছে, তাই এ ধরনের পদক্ষেপ নিল দেশ দুটি।

গত বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় টাইমস অব ইসরায়েল।

যুক্তরাষ্ট্রে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার একদিন পরই এ ঘোষণা দেয় বেলজিয়াম। এ ছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বেলজিয়াম থেকে নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দে ক্রো।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বেলজিয়ামের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সঙ্গে সম্মতি জানিয়ে বলেন, ‘বেসামরিকদের বিরুদ্ধে সহিংসতার পরিণতি এটাই হবে।’

হামাসের অতর্কিত হামলার পর ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। তবে গাজায় হামলার বিষয়ে বেসামরিককে রক্ষা, জিম্মিদের মুক্তি এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি।

আলেক্সান্ডার দে ক্রো নিশ্চিত করেছেন যে বেলজিয়াম নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবে এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে তা অনুসরণ করবে।

এর আগে নতুন ভিসা নীতির বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হিংসাত্মক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। যারা সহিংসতার সঙ্গে জড়িত তাদের ও পরিবারের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানান মিলার।

এ জাতীয় আরও খবর

সকালে হলুদ খাওয়ার উপকারিতা

এখন কেমন আছেন অভিনেতা মুশফিক ফারহান

প্রবীর মিত্রের অবস্থা সংকটাপন্ন

ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে যুক্তরাজ্যে চাপের মুখে টিউলিপ সিদ্দিক

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ৫৬

বাণিজ্যমেলায় দর্শনার্থী বেশি, ক্রেতা কম

সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই : মামুনুল হক

শেখ হা‌সিনা‌র ফেরতের বিষয়ে এখনও প্রতি‌ক্রিয়া জানায়‌নি ভারত

শুল্ক-কর বৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়বে না : এনবিআর

সীমান্তে নিরাপত্তা জোরদার, নতুন ভাসমান চৌকি বসিয়েছে ভারত

মানুষ ভোট দিতে পারেনি, আগের সংসদ ছিল ভুয়া; ব্রিটিশ এমপিকে ড. ইউনূস‌‌

বাঞ্ছারামপুরে বেড়া দিয়ে মাছ শিকার : দেখার সময় নেই মৎস্য কর্মকর্তার!!