রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আক্রমণের আগে ম্যাপ দিয়ে মানুষকে সরতে বলছে ইসরায়েল

news-image

অনলাইন ডেস্ক : গোটা গাজা ভূখণ্ড জুড়েই আক্রমণ করছে ইসরায়েল। খান ইউনিসের ২০টি এলাকা থেকে মানুষকে সরে যেতে বলেছে তারা। ইসরায়েলের সেনা দক্ষিণ গাজার বাসিন্দাদের বলেছে, তারা যেন প্রতিদিন অনলাইনে দেখে নেন, কোথায় আক্রমণ করা হবে। সেইমতো তারা যেন নিরাপদ জায়গায় চলে যান। প্রতিদিন ইসরায়েলের সেনা অনলাইনে এই তথ্য জানিয়ে দিচ্ছে। খবর ডয়েচে ভেলের

জেরুসালেমে ডিডাব্লিউর প্রতিনিধি রেবেকা রিটার্স জানিয়েছেন, ’গাজার মানুষদের এমন একটা ম্যাপ দেয়া হচ্ছে, যেটা বিভিন্ন বর্গক্ষেত্রে ভাগ করা আছে। প্রতিটি বর্গক্ষেত্রকে নম্বর দিয়ে চিহ্নিত করা হয়েছে। প্রতিদিন ইসরায়েলের সেনা জানিয়ে দেবে কোন নম্বরের জায়গাগুলিকে তারা টার্গেট করেছে। সেখান থেকে মানুষকে সরে যেতে হবে।’

রেবেকা জানিয়েছেন, ‘সমস্যাটা হলো, মানুষের সত্যিই কোথাও যাওয়ার নেই। তারা লুকোনোর জায়গাও বিশেষ পাচ্ছেন না।’ ইন্টারনেটেরও সমস্যা আছে। ফলে নির্দিষ্ট দিনে নিরাপদ জায়গা কোনটা তা জানতেও মানুষের অসুবিধা হচ্ছে।

ইসরায়েলকে যুক্তরাষ্ট্র বলছে, সাধারণ বেসামরিক মানুষকে রক্ষা করতে হবে। তারা এখন পুরো গাজা ভূখণ্ডে অপারেশন চালাচ্ছে। তাই সাধারণ মানুষকে রক্ষার বিষয়টি জরুরি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার জানিয়েছেন, এখনই কিছু বলার সময় আসেনি, তবে ইসরায়েলের কৌশলে কিছুটা বদল তারা দেখতে পাচ্ছেন। তারা একেবারে নির্দিষ্ট করে বলছে, কোন জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে হবে।

মিলার জানিয়েছেন, ইসরায়েলের সেনা নির্দিষ্ট কিছু জায়গা চিহ্নিত করছে, তারপর মানুষকে সেই জায়গা থেকে সরে যেতে বলছে। তারপর তারা আক্রমণ করছে। এটা আগে হয়নি।

এ জাতীয় আরও খবর

সকালে হলুদ খাওয়ার উপকারিতা

এখন কেমন আছেন অভিনেতা মুশফিক ফারহান

প্রবীর মিত্রের অবস্থা সংকটাপন্ন

ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে যুক্তরাজ্যে চাপের মুখে টিউলিপ সিদ্দিক

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ৫৬

বাণিজ্যমেলায় দর্শনার্থী বেশি, ক্রেতা কম

সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই : মামুনুল হক

শেখ হা‌সিনা‌র ফেরতের বিষয়ে এখনও প্রতি‌ক্রিয়া জানায়‌নি ভারত

শুল্ক-কর বৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়বে না : এনবিআর

সীমান্তে নিরাপত্তা জোরদার, নতুন ভাসমান চৌকি বসিয়েছে ভারত

মানুষ ভোট দিতে পারেনি, আগের সংসদ ছিল ভুয়া; ব্রিটিশ এমপিকে ড. ইউনূস‌‌

বাঞ্ছারামপুরে বেড়া দিয়ে মাছ শিকার : দেখার সময় নেই মৎস্য কর্মকর্তার!!