মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কোহলি কেন সবার থেকে আলাদা

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। অবশ্য ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের জায়গা পোক্ত করতে আগেভাগেই ব্যাঙ্গালুরু শিবির ছাড়েন তিনি। বিরাট কোহলির দলের হয়ে মাত্র তিন ম্যাচ খেলেন এই পেসার।

ইংল্যান্ডের ওভালে আগামী ৭ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া পেস স্কোয়াডের অন্যতম সদস্য হ্যাজলউড। ব্যাঙ্গালুরু সতীর্থ কোহলি তখন হয়ে যাবেন হ্যাজলউডের প্রতিপক্ষ। তবে ফর্মে ফেরা কোহলির উইকেট পেতে মরিয়া থাকবেন এই পেসার।

কোহলি কেন অন্য সবার থেকে আলাদা সেটি নিয়ে আইসিসির সঙ্গে এক কথোপকথনে হ্যাজলউড বলেন, ‘আমি মনে করি এটি তার কঠোর পরিশ্রমের কারণেই। প্রথমত, তার কাছে ফিট থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর দক্ষতা নিয়ে কাজ করা, ব্যাটিং ও ফিল্ডিং। তিনি সবসময়ই সেখানে (অনুশীলনে) সবার আগে যান এবং সবার শেষে ফেরেন। সবসময় তিনি এমনভাবে (কঠোরভাবে) ট্রেনিং করেন যে অন্য সবাই অনুপ্রাণিত হয়।’

আরও পড়ুন: সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন কোহলি!

টেস্ট চ্যাম্পিয়নশিপে কোহলি একাই নয়, হ্যাজলউডের প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু সতীর্থ মোহাম্মদ সিরাজও। আরসিবির হয়ে এই মৌসুমে দুর্দান্ত বল করেছেন সিরাজ, ১৪ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট। হ্যাজলউড জানেন, লাল বলে কতটা দক্ষ সিরাজ।

হ্যাজলউড বলেন, ‘প্রতিবারই উইকেট সংগ্রহের দিক থেকে শীর্ষে থাকেন তিনি (সিরাজ)। এছাড়া চিন্নাস্বামীর (ব্যাঙ্গালুরুর ঘরের মাঠ) মতো উইকেটে তার বোলিং ইকোনমি মাঝে মাঝে অবিশ্বাস্য। ওভারে মাত্র ছয় বা সাড়ে ছয়ের মতো রান দিয়েছেন। বলে তার নিয়ন্ত্রণ ছিল দুর্দান্ত।’