মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি ক্লাবের বড় অঙ্কের প্রস্তাবে রাজি মেসির বাবা!

news-image

স্পোর্টস ডেস্ক : গত মৌসুম ধরেই লিওনেল মেসির পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে। কখনো বলা হচ্ছে তিনি সৌদির ক্লাব আল হিলালে যাচ্ছেন তো কখনো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। এছাড়া পুরনো ক্লাব বার্সেলোনাতেও ফিরে যাওয়ার খবর শোনা গেছে।

তবে এবার মেসি সৌদি আরবের ফুটবলে খেলার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব পেয়েছেন। আর এই প্রস্তাবে রাজি হয়েছেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি। এমন খবর প্রকাশ করেছে ফ্রান্সের সংবাদমাধ্যম ফুত মেরকাতো।

প্রতিবেদনে জানা যায়, সৌদি আরবের ফুটবলে মেসির খেলার প্রস্তাবটা এসেছে দেশটির প্রো লিগের ক্লাব আল হিলাল থেকেই। তবে সেই প্রস্তাবের অঙ্কটা বিশাল। ফুত মেরকাতোর খবর অনুযায়ী, মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরব, বাংলাদেশি মুদ্রায় যা ১৩৭৮০ কোটি টাকা।

মজার ব্যাপার ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে যত বেতন পান, মেসিকে দেওয়া প্রস্তাবটা তার প্রায় দ্বিগুণ।

এর আগে সৌদি আরবের এমন প্রস্তাবের খবর আগেই দিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তাদের খবরে তখন বলা হয়েছিল, মেসিকে ১ বছরের জন্য ৬০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। সেই প্রস্তাবে রাজি হয়ে এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছেন মেসি। সে সময় মেসির বাবা অবশ্য সেটিকে মিথ্যা খবর বলে উড়িয়ে দিয়েছিলেন।

এদিকে আগামী মাস থেকেই ফ্রি এজেন্ট (মুক্ত খেলোয়াড়) হবেন মেসি।

 

এ জাতীয় আরও খবর

অধ্যাদেশ জারি: বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল

আজমির শরিফে গিয়ে বিচার চাইলেন অভিনেত্রী শ্রাবন্তী

পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

পরিবহন খাতের মাফিয়া ছিল শাজাহান খান গং

চাঁদা ও দখলবাজি রোধে হিমশিম খাচ্ছে বিএনপি

ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন

সহিংসতায় উত্তপ্ত মণিপুরের বর্তমান অবস্থা সম্পর্কে যা জানা গেলো

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার

হাত ধোয়ার জন্য ফের ২০ কোটি টাকা আবদার!

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির উসকানির অভিযোগে হৃদয় গ্রেফতার

বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল

এইচএসসির ফল কবে জানে না বোর্ড, প্রস্তাবনার অনুমোদনও মেলেনি