মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রভাব রাখতে ও পণ্য বেচতে এসেছেন ডোনাল্ড

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মতে, তিনি পণ্য বেচতে এসেছেন। তার পণ্যে ক্রিকেটারদের বিশ্বাস রাখতে হবে। তার থেকে পণ্য কিনে ভালো-খারাপ পরীক্ষা করতে হবে। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ডোনাল্ডের শিষ্যরা দারুণ বোলিং করেছেন। প্রোটিয়া কোচের মতে, তিনি প্রভাব রাখতেই কোচের দায়িত্ব নিয়েছেন।

সিলেটে বৃহস্পতিবারের ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ডোনাল্ড বলেছেন, ‘তারা ভালো করছে, এটা দেখা দারুণ ব্যাপার। তারা আমার ওপর বিশ্বাস রেখেছে। বিশ্বাস না রাখলে কাজের কোন মানে হয় না। এবাদত, তাসকিন, শরিফুল, খালেদ, হাসান মাহমুদ সকলেই এই যাত্রার যাত্রী। তাদের সকলের সঙ্গেই কাজ করছি। আমার কাজের ধরন আক্রমণাত্মক। খেলোয়াড় ও কোচ হিসেবে আমি আগ্রাসী।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পর ইংল্যান্ডে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওটাই বাংলাদেশের ওয়ানডে সুপার লিগের শেষ সিরিজ। ওই সিরিজে জিতলে আবার আইরিশদের সরাসরি ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার সুযোগ আসতে পারে।

পেস বোলিং কোচ মনে করছেন, সিলেট এবং ইংল্যান্ডের উইকেটের মধ্যে মিল পাওয়া যাবে, ‘কয়েক মাস পরে যেখানে আমরা খেলতে যাচ্ছি (ইংল্যান্ড) এখানকান উইকেট ওই উইকেটের মতো। এখানে পেস বোলিং ভালো হচ্ছে, আবার বল ব্যাটে আসছে। খুব বেশি স্পিন হচ্ছে না। আমি মনে করি, এটা আমাদের ওই সিরিজে সহায়তা করবে।’

এছাড়া পেসার এবাদত হোসেনের প্রশংসা করেছেন ডোনাল্ড। তার মতে, এবাদত সব সময় ম্যাচে থাকেন। তার ইঞ্জিন অসাধারণ, ‘১২ মাস আগে এবাদতের সঙ্গে আমার পরিচয় জোগানেসবার্গে। শুরু থেকেই সে আমাকে মুগ্ধ করেছে। আমিও ওর উন্নতির জায়গা খুঁজছি। সে ১৪৫-১৪৮ গতিতে বল করতে পারে। ম্যাচে গতি একটা ফ্যাক্টর। ওর অসাধারণ ইঞ্জিন আছে। আমরা সবকিছুর বাইরে ট্যাকটিক্যাল বিষয় নিয়ে কাজ করছি।’

এ জাতীয় আরও খবর

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের টেস্ট স্কোয়াডে চমক

সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

কণ্ঠশিল্পী খালিদ আর নেই

আত্মতুষ্টি নয়, আগামী পাঁচ বছর দেশ পাহারা দেব : পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাফিজকে নিয়ে অপচেষ্টা হয়েছে : মঈন খান

সৌম্য-জাকেরের চোটের আপডেট জানালো বিসিবি

খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

দীঘির মুখ খুলতে বারণ

ম্যাজিস্ট্রেট এলে টাঙানো হয় নতুন তালিকা, কমে যায় পণ্যের দাম

প্রধানমন্ত্রী মাত্র সাড়ে ৩ ঘণ্টা ঘুমান, বাকি সময় দেশ নিয়ে ভাবেন : ওবায়দুল কাদের

আইনজীবী যুথীর জামিন আবেদন শুনানিতে হাইকোর্টের অপারগতা