বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চায়ের দোকান দেবেন বলে বড় অংকের চাকরি ছাড়লেন বাঙালি তরুণী

news-image

অনলাইন ডেস্ক : কষ্ট করে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে কেউ চায়ের দোকান খুলবেন এ কথা যেন ভাবা অন্যায়। কিন্তু দিল্লির শর্মিষ্ঠা ঘোষ স্বপ্ন দেখেন, কোনও একদিন তার এই ছোট্ট চায়ের দোকানের নাম ছড়িয়ে পড়বে দিকে দিকে। বিভিন্ন রাজ্যে থাকবে তার ছোট ছোট শাখা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সূত্রে এই লড়াকু বাঙালি মেয়ে শর্মিষ্ঠা ঘোষের কথা সবার সামনে এনেছেন ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার সঞ্জয় খান্না। দিল্লি ক্যান্টনমেন্টের গোপীনাথ বাজারে চা খেতে গিয়ে তিনি দেখেছিলেন ঝরঝরে ইংরেজি বলতে পারা এক তরুণী ঠেলাগাড়ির ওপর অস্থায়ী চায়ের দোকান দিয়েছেন। কৌতূহলী সেনা কর্মকর্তা এর কারণ জানতে চান; আর তখনই নিজের স্বপ্নের কথা খুলে বলেন শর্মিষ্ঠা।

ব্রিগেডিয়ার সঞ্জয় খান্নাকে শর্মিষ্ঠা বলেন, ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেছেন তিনি। বেশ কিছু দিন চাকরিও করেছিলেন বিদেশি এক শিক্ষাপ্রতিষ্ঠানে। কিন্তু বাঁধাধরা চাকরির গতানুগতিক জীবন তার পছন্দ ছিল না। তিনি স্বপ্ন দেখেছিলেন, চায়ের ব্যবসা করেই যশ কুড়োবেন তিনি।

তারপর একদিন সত্যিই চাকরি ছেড়ে চার চাকার এক ঠেলাগাড়িতে চায়ের দোকান খুলে বসেন শর্মিষ্ঠা। ব্রিগেডিয়ার সঞ্জয় খান্নাকে তিনি বলেন, ‘আমি স্বপ্ন দেখি, কোনও একদিন আমার এই ছোট্ট চায়ের দোকানের নাম ছড়িয়ে পড়বে দিকে দিকে। তার চায়ের দোকান থাকবে দেশের প্রতিটি প্রান্তে থাকবে আমার দোকানের শাখা; তৈরি হবে একটি বড় ফুড চেন।’

শর্মিষ্ঠা আরও জানান, ভাবনা রাও নামে তার এক বন্ধুও এই ব্যবসায় অংশীদার হয়েছেন; তবে তিনি চাকরি ছাড়েননি। একটি বিমান পরিষেবা সংস্থায় কাজ করেন ভাবনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে শর্মিষ্ঠার একটি কর্মব্যস্ত ছবি শেয়ার করেছেন ব্রিগেডিয়ার সঞ্জয় খান্না। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন,‘কোনও কাজই ছোট নয়, এ কথা মুখে বাস্তবে মেনে নেওয়া কি সহজ? বিশেষ করে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হওয়ার পর পেশার জগতে সেই শিক্ষাকে কাজে লাগাবেন না, এমনটা সাধারণত কেউ ভাবেন না। তবে এই মেয়েটি সব দিক থেকেই যেন ব্যতিক্রম।’ নিজের স্বপ্নপূরণের পথে শর্মিষ্ঠার এই লড়াকু মনোভাবকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরাও।

 

এ জাতীয় আরও খবর

হুমকি দেওয়ার বিষয় শুনে হাসলেন তিশা

নির্বাচনের আগে গণভোটের যৌক্তিকতা, প্রয়োজন ও সময় নেই: সালাহউদ্দিন

মিরপুরে বাসে আগুন

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে: প্রধান উপদেষ্টা

ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

‘কবরের আযাব কীভাবে সহ্য করব’, রাবিছাত্রীর লাশের পাশে চিরকুট

বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়-স্কুলে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন অর্থ উপদেষ্টা

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে পুলিশের অভিযান, আটক ৭

নাহিদকে শাস্তি দিল আইসিসি

রায়েরবাজার কবরস্থান এলাকা থেকে ৬ পেট্রোলবোমা, ৪ ককটেল উদ্ধার

হাসিনার সাক্ষাৎকার ইস্যুতে ঢাকায় ভারতীয় দূতকে তলব