শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চায়ের দোকান দেবেন বলে বড় অংকের চাকরি ছাড়লেন বাঙালি তরুণী

news-image

অনলাইন ডেস্ক : কষ্ট করে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে কেউ চায়ের দোকান খুলবেন এ কথা যেন ভাবা অন্যায়। কিন্তু দিল্লির শর্মিষ্ঠা ঘোষ স্বপ্ন দেখেন, কোনও একদিন তার এই ছোট্ট চায়ের দোকানের নাম ছড়িয়ে পড়বে দিকে দিকে। বিভিন্ন রাজ্যে থাকবে তার ছোট ছোট শাখা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সূত্রে এই লড়াকু বাঙালি মেয়ে শর্মিষ্ঠা ঘোষের কথা সবার সামনে এনেছেন ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার সঞ্জয় খান্না। দিল্লি ক্যান্টনমেন্টের গোপীনাথ বাজারে চা খেতে গিয়ে তিনি দেখেছিলেন ঝরঝরে ইংরেজি বলতে পারা এক তরুণী ঠেলাগাড়ির ওপর অস্থায়ী চায়ের দোকান দিয়েছেন। কৌতূহলী সেনা কর্মকর্তা এর কারণ জানতে চান; আর তখনই নিজের স্বপ্নের কথা খুলে বলেন শর্মিষ্ঠা।

ব্রিগেডিয়ার সঞ্জয় খান্নাকে শর্মিষ্ঠা বলেন, ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেছেন তিনি। বেশ কিছু দিন চাকরিও করেছিলেন বিদেশি এক শিক্ষাপ্রতিষ্ঠানে। কিন্তু বাঁধাধরা চাকরির গতানুগতিক জীবন তার পছন্দ ছিল না। তিনি স্বপ্ন দেখেছিলেন, চায়ের ব্যবসা করেই যশ কুড়োবেন তিনি।

তারপর একদিন সত্যিই চাকরি ছেড়ে চার চাকার এক ঠেলাগাড়িতে চায়ের দোকান খুলে বসেন শর্মিষ্ঠা। ব্রিগেডিয়ার সঞ্জয় খান্নাকে তিনি বলেন, ‘আমি স্বপ্ন দেখি, কোনও একদিন আমার এই ছোট্ট চায়ের দোকানের নাম ছড়িয়ে পড়বে দিকে দিকে। তার চায়ের দোকান থাকবে দেশের প্রতিটি প্রান্তে থাকবে আমার দোকানের শাখা; তৈরি হবে একটি বড় ফুড চেন।’

শর্মিষ্ঠা আরও জানান, ভাবনা রাও নামে তার এক বন্ধুও এই ব্যবসায় অংশীদার হয়েছেন; তবে তিনি চাকরি ছাড়েননি। একটি বিমান পরিষেবা সংস্থায় কাজ করেন ভাবনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে শর্মিষ্ঠার একটি কর্মব্যস্ত ছবি শেয়ার করেছেন ব্রিগেডিয়ার সঞ্জয় খান্না। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন,‘কোনও কাজই ছোট নয়, এ কথা মুখে বাস্তবে মেনে নেওয়া কি সহজ? বিশেষ করে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হওয়ার পর পেশার জগতে সেই শিক্ষাকে কাজে লাগাবেন না, এমনটা সাধারণত কেউ ভাবেন না। তবে এই মেয়েটি সব দিক থেকেই যেন ব্যতিক্রম।’ নিজের স্বপ্নপূরণের পথে শর্মিষ্ঠার এই লড়াকু মনোভাবকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরাও।

 

এ জাতীয় আরও খবর

নো মেকআপ লুকে মিমি চক্রবর্তী

গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমল

আদালতে মডেল মেঘনা: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই আমার সম্পর্ক, অন্য কারো সঙ্গে নয়

সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

আইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

চট্টগ্রামে দিনভর শিক্ষার্থী-ছাত্রদল ও এনসিপির মধ্যে মারামারি

অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন সোহেল রানা

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

বিশ্বজুড়ে বাড়ছে জলদস্যুতা

বিএনপির চেয়ে বেশি সংস্কার কোন দল করেছে, প্রশ্ন নজরুল ইসলাম খানের