শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

news-image

জামালপুর সংবাদদাতা: জামালপুরে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। এ বছর সারের দাম বেশি হওয়ায় আমন ধান চাষে খরচ হয়েছে বেশি। তবে ভালো দাম পেলে লাভবান হবেন বলে জানিয়েছেন কৃষকরা। এ বছর আমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি ও সদর উপজেলায় আমন ধানের চাষ হয়েছে। এ জেলায় হাইব্রিড, উফসি ও স্থানীয় জাতের ধান চাষ হয়ে থাকে। এ বছর জেলায় ১ লাখ ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ করা হয়েছে ১ লক্ষ ১১ হাজার হেক্টর জমিতে। আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৯ হাজার ২৯৪ মেট্রিক টন।

সরেজমিনে মেলান্দহ উপজেলা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে সোনালি ধানের সমাহার। যেদিকে চোখ যায় শুধু ধান আর ধান। শীতের হালকা কুয়াশা আর অগ্রহায়ণের প্রখর রোদ গায়ে মেখে ধানের গোছাগুলো যেন আরও হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। কৃষকরা পরমানন্দে ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন।

এ বছর আমন চাষে সার ও কীটনাশকের দাম বৃদ্ধিতে কৃষকের বাড়তি খরচ গুণতে হয়েছে। তবে এসব সমস্যা কাটিয়ে আমান ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। তারা বলেছেন, গত বছর প্রতিমণ ধান বিক্রি হয়েছে ৮শ থেকে ৯শ টাকা। এ বছর ধানের বাজার ১২শ থেকে ১৩শ টাকায় বিক্রি হচ্ছে। এ দাম অব্যাহত থাকলে কৃষক লাভবান হবে। সরকারের কাছে ধানের ন্যায্য মূল্যের দাবি জানান তারা।

মেলান্দহ উপজেলার ভাবকী এলাকার কৃষক বিল্লাহ জানান, আমন আবাদ করে এ বছর বাম্পার ফলন পেয়েছি। তবে গেল বছরের চেয়ে আবাদে খরচ হয়েছে দ্বিগুণ। সার এবং বিদ্যুতের দাম বেশি হওয়ায় খরচ বেশি পড়েছে। প্রতি বিঘায় খরচ হয়েছে ১৫ হাজার টাকা। তারপরেও এ বছর ধানে লাভ হবে বলে তিনি আশা করছেন।

উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মধ্যেরচর এলাকার ধান চাষি মো. মজিবুর রহমান বলেন, বাজারে দাম ভালো রয়েছে। এ বছর ধানে কৃষকের লাভ হবে। খরচ বাদে প্রতি বিঘা জমিতে ১০-১৫ হাজার টাকা লাভ হবে।

উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল এলাকার আব্দুল খালেক জানান, এবার ধানের ভালো ফলন হয়েছে। মৌসুমের শুরুতেই ১২শ থেকে ১৩শ টাকা দরে ধান বিক্রি হচ্ছে। এ বাজার ঠিক থাকলে ধানে কৃষকের ভালো লাভ হবে।

জামালপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা জানান, এ বছর আমনের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যেই ধান কাটা শুরু হয়েছে। এ পর্যন্ত ৭০ ভাগ ধান কাটা হয়ে গেছে। চলতি বছর জেলায় আমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪