শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গির খোঁজে বনানীতে অভিযান, কাউকে পায়নি পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার আদালত পাড়া থেকে ছিনতাই হওয়া জঙ্গি ও সহযোগীদের ধরতে রাজধানীর বনানীর কাকলীতে বিভিন্ন হোটেলে ও মেসে তিন ঘণ্টা অভিযান চালিয়েছে পুলিশ। তবে শেষমেশ কাউকে আটকের কোনো তথ্য জানায়নি পুলিশ। আজ শনিবার রাত ৮টায় শুরু হওয়া অভিযান শেষ হয় রাত ১১টায়।

ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার আব্দুল আহাদ অভিযান শেষের খবর দিয়ে বলেন, প্রায় তিন ঘণ্টার এই অভিযানে আমরা কাউকে পাইনি। তবে আমরা যখনই কোনো তথ্য পাব তখনই অভিযান চালাব।

এর আগে বনানী থানার ওসি নূরে আজম মিয়া এক গণমাধ্যমকে জানান, আদালত পাড়া থেকে পালিয়ে যাওয়া জঙ্গি এবং তাদের সহযোগীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে কাকলী এলাকায় অভিযান শুরু করেছেন তারা।

নূরে আজম মিয়া বলেন, আমরা কয়েকটি মেসে ও হোটেলে অভিযান চালাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত আছে। বনানীতে রাত ১১টায় অভিযান শেষে উপ কমিশনার আহাদ জানান, কিছু তথ্যের ভিত্তিতে কাকলী এলাকায় অভিযান চালিয়েছিলেন তারা।

আগামী ১৬ ডিসেম্বরকে সামনে রেখে ১৫ দিনের জন্য দেশজুড়ে অভিযান শুরুর ঘোষণা দেয় পুলিশ সদর দপ্তর। গত বৃহস্পতিবার ওই ঘোষণার দুই দিন পর ঢাকায় অভিযানে নামল পুলিশ।