রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নাদিম মোস্তফা বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

 

জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাদিম মোস্তফার রাজশাহী শহরের পাঠানপাড়া এলাকার বাড়িতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল যায়। কিছুক্ষণ পর তারা নাদিম মোস্তফাকে সঙ্গে করে নিয়ে যায়।

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীনকে হত্যার ঘটনা ঘটে। ওই মামলায় তিনি নিজেও আসামি ছিলেন। গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান নাদিম মোস্তফা। উচ্চ আদালত নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও নাদিম মোস্তফা নিম্ন আদালতে হাজির হননি। ওই মামলাতেই তাকে পুলিশ বাড়ি তেকে ধরে নিয়ে গেছে বলে জানান তিনি।

রাজশাহী জেলা পুলিশ সুপার এই তথ্য নিশ্চিত করে জানান, হত্যা মামলায় নাদিম মোস্তফার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪