রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে থাকাদের উদ্ধার চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে থাকাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। গতকাল সোমবার ৬.২ মাত্রার ভূমিকম্পে প্রায় ১৬২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক।

ঘটনার একদিন পরও ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা তার খোঁজ করছেন উদ্ধারকর্মীরা।

পুলিশের এক মুখপাত্র দেদি প্রসেত্তো সংবাদ সংস্থা দ্য অন্তরাকে মঙ্গলবার জানিয়েছেন, সিয়ানজুর শহরে উদ্ধার অভিযানে শতাধিক পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।

শহরটি পশ্চিম জাভার পর্বতাঞ্চলে অবস্থিত। যেটি ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ অঞ্চল; যার জনসংখ্যা ১ লাখ ৭৫ হাজার।

 

প্রসেত্তো বলেন, ‘ভুক্তভোগীদের উদ্ধারের দিকে মনোনিবেশ করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল জানিয়েছেন, ভূমিকম্পে কমপক্ষে ১৬২ জন নিহত হয়েছেন। এর মধ্যে অনেক শিশু রয়েছে। আহত হয়েছেন ৩ শতাধিক লোক।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার এজেন্সি (বিএনপিবি)ও মৃতের এই সংখ্যা নিশ্চিত করেছে।

গভর্নর সতর্ক করেছেন যে, বিচ্ছিন্ন এলাকায় কিছু বাসিন্দা এখানো আটকা পড়ে আছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

‘সময়ের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়তে পারে এমনটা ধরে নিয়েই কর্তৃপক্ষ উদ্ধারকাজ চালিয়েছিল’ বলেন তিনি।

একটি হাসপাতালের গাড়ি সিয়ানজুরে পার্ক করা ছিল যেটি আহতদের রক্তে ভাসা ছিল। অস্থায়ী তাঁবুতে অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছিল, অনেকে ছিল ফুটপাতে। টর্চলাইটের আলোয় সারারাত আহতদের চিকিৎসা দেন হাসপাতালের কর্মীরা।

হাসপাতালে আসা কুকু নামের ৪৮ বছর বয়সী এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সবকিছু আমার উপর ভেঙে পড়ে আর আমি এই শিশুর নিচে পিষ্ট হই।’

অশ্রুসিক্ত এই নারী বলেন, ‘আমার দুই বাচ্চা বেঁচে গেছে। অন্য দুইজনকে এখানে নিয়ে এসেছি; তাদেরকে আমি ধ্বংসস্তূপ খুড়ে বের করেছি। আরেকজন এখনো নিখোঁজ।’

আলজাজিরা জানায়, সোমবারের ভূমিকম্পে রুমাহ সাকিত সায়াং হাসপাতালের ভবনে ব্যাপক ফাটল দেখা দেয়। এ কারণে গাড়ির পার্কিং জায়গায় রোগীদের চিকিৎসাসেবা চালিয়ে যেতে হচ্ছে চিকিৎসকদের।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪