রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিলেন মাস্ক

news-image

অনলাইন ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন কর্ণধার ইলন মাস্ক। রবিবার (২০ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ সংক্রান্ত জরিপে টুইটার ব্যবহারকারীরা ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়ার ব্যাপারে সম্মতি জানালে এ সিদ্ধান্ত নেন মাস্ক।

এক টুইটবার্তায় মাস্ক জানিয়েছেন, দেড় কোটি টুইটার ব্যবহারকারীর মধ্যে প্রায় ৫১ দশমিক আট শতাংশ ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পক্ষে ভোট দিয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্প টুইটারে নাও ফিরতে পারেন। ট্রাম্প বলেছেন, তিনি ফেরার কোনও কারণ দেখছেন না।

উল্লেখ্য, সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে ২০২১ সালে ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। সেবছরের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটনের মার্কিন সংসদ ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় অংশ নেয়ার পরপরই এ সিদ্ধান্ত নেয় টুইটার।

টুইটারে নিষিদ্ধ হওয়ার পর ‘ট্রুথ সোশ্যাল’ নামে নিজের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম চালু করেন ট্রাম্প।

অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেয়ার পর তিনি ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেবেন কিনা সে প্রশ্ন উঠতে শুরু করে। ৮ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি সরাসরি সে প্রশ্নের জবাব দেননি।

টুইটার কিনে নেওয়ার পরই ইলস মাস্ক জানিয়েছেলেন তিনি অবাধ বাকস্বাধীনতায় বিশ্বাসী। তবে তিনি উস্কানিমূলক বক্তব্য ছড়াতে সহায়তা করবেন না। এজন্য ইলন মাস্ক টুইটারের নতুন নীতিও ঘোষণা করেছেন। মাস্ক বলেছেন, তার নেতৃত্বে টুইটারে সবারই বাকস্বাধীনতা থাকবে, তবে সহিংসতায় প্ররোচণামূলক কোনও বার্তার ‘রিচ’ থাকবে না। সেই নির্দিষ্ট বার্তা খুঁজে বের করলে তবেই তা দেখতে পারবেন টুইটার ব্যবহারকারীরা। এমনিতে নিউজ ফিডে আসবে না সেই ধরনের বার্তা।

ইট করে এই বিষয়ে মাস্ক লেখেন, ‘টুইটারের নতুন নীতির অধীনে বাকস্বাধীনতা আছে। তবে রিচের স্বাধীনতা নিশ্চিত নয়। উসকানিমূলক ও ঘৃণামূলক মন্তব্যের টুইটগুলোকে ডিবুস্ট ও ডিমনিটাইজ করে দেওয়া হবে। অর্থাৎ কোনও বিজ্ঞাপন বা অন্য কোনও উপায়ে টাকাও পাওয়া যাবে না।’ ইলন মাস্ক আরও জানান, যতক্ষণ না কোনও টুইটার ব্যবহারকারী নিজে নির্দিষ্ট করে বিদ্বেষমূলক টুইট না খুঁজছেন, ততক্ষণ সেই বিতর্কিত টুইট দেখতে পারবেন না তিনি।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪