শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে আ.লীগ: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের আন্দোলনে গণতন্ত্র মুক্তি পেয়েছে, শৃঙ্খল মুক্তি পেয়েছে; কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাংলাদেশে অনেক প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতা, পঁচাত্তরের ১৫ অগাস্টের পর যে ৩ নভেম্বর, তারপর ২১ অগাস্ট…।’

তিনি বলেন, আওয়ামী লীগ সেই বাধা দূর করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ‘লড়াই চালিয়ে যাচ্ছে’।

বৃহস্পতিবার স্বৈরশাসনবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

ঢাকার গুলিস্তানের জিরোপয়েন্টে নূর হোসেন চত্বরে ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘১৫ অগাস্টে রাজনৈতিক সম্পর্কের বিভিন্ন দলের যে উঁচু দেয়াল বিএনপি তুলেছিল, সেই পারস্পরিক সম্পর্কের সেই উচু দেয়াল ৩ নভেম্বর আরও উঁচু হল। ২১ অগাস্ট আরও উচ্চতা পেল। এটা তো গণতন্ত্র বিকাশের পথে প্রধান অন্তরায়।’

তিনি বলেন, “আমাদের দেশে আরও অনেক ঘটনা ঘটিয়েছে। এখানে সাম্প্রদায়িকতা, আগুন সন্ত্রাস, ২০১৩-১৪ থেকেই বিভীষিকাময়। আমি বলব, বিএনপি সরকারে থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছিল, বিরোধীদলে গিয়েও তারা গণতন্ত্রের ক্ষতি করেছে।

‘এখন শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে সম্পূর্ণতা, পরিপূর্ণতা দেওয়া এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।’ বলেন আওয়ামী লীগের শীর্ষ এই নেতা।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তারা নিজেরা প্রতিজ্ঞা করুক, তারা আগুন-সন্ত্রাস করবে না। সেটা মাঠে বাস্তবায়িত করুক। লাঠি নিয়ে কেন বের হতে হবে? এটা কোন গণতান্ত্র? জাতীয় পতাকা লাঠির সঙ্গে বেঁধে তারা আন্দোলন করবে এটাও তো আরেক সন্ত্রাস। এটা বন্ধ করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী

চিঠির উত্তর দিতে না পারলে নিপুণের সদস্যপদ বাতিল!

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী