রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কোহলির ইশারায় ‘নো বল’ দেন আম্পায়ার, অভিযোগ পাকিস্তানিদের

news-image

স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হরিয়েছে ভারত। বিরাট কোহলির অতিমানবীয় ইনিংসে ভর করেই টি-টোয়েন্টি বিশ্বকাপে এই জয় পায় টিম ইন্ডিয়া। তবে মেলবোর্নের এই ম্যাচে একটি নো বল’কে কেন্দ্র করে বিতর্ক লেগেই রয়েছে। সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও।

১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত ইনিংসের শেষ ওভারের খেলা চলছে। তবে পাকিস্তান স্পিনার মোহম্মদ নওয়াজ়ের চতুর্থ বল কোহলির কোমরসমান উচ্চতায় উঠে যায়। ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকান কোহলি। এরপরেই আম্পায়ারকে ঘিরে ধরেন পাকিস্তানের ক্রিকেটাররা। তাঁদের দাবি, ওটা নো বল ছিল না। কিন্তু আম্পায়াররা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন।

ম্যাচ শেষে আম্পায়ারের সমালোচনা করেছেন দেশটি সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের মতো ফাস্ট বোলাররা।

আকরাম বলেন, ‘বলটা ক্রমশ নীচু হয়ে যাচ্ছিল। খালি চোখে দেখে কখনোই তা নো বল মনে হয়নি। ব্যাটে লাগার আগেই বলটা অনেক নীচু হয়ে গিয়েছিল। যে কোনো ব্যাটারই নো বলের দাবি জানাবে। কোহলির কোনো দোষ ছিল না। কিন্তু এত বড় ম্যাচে যেখানে প্রযুক্তি রয়েছে, তা হলে সেটা ব্যবহার করা হোক। কেন ম্যাচটাকে উত্তপ্ত হতে দেওয়া হল?’

ওয়াকার বলেন, আম্পায়াদের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণেই ম্যাচ উত্তপ্ত হয়ে উঠেছিল। বল কোমরসমান উচ্চতায় থাকলে স্কয়ার লেগ আম্পায়ারের প্রথম কাজই হচ্ছে হাত তুলে নো বলের ইঙ্গিত দেওয়া। উনি (মারাইস ইরাসমাস) অভিজ্ঞ আম্পায়ার। সরাসরি নিজের প্রতিক্রিয়া জানাতে পারতেন। তা না করে তিনি রিপ্লে দেখে এবং কোহলি বলার পর নো বল দিলেন। নো বল ছিল কি না সেই বিতর্কে যেতে চাই না। কিন্তু আম্পায়ারের উচিত ছিল তখনই সিদ্ধান্ত নেওয়া।’

এদিকে সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক বলেন, ‘তৃতীয় আম্পায়ারের মতো বিকল্প হাতের সামনেই ছিল। সেটা আগে নেওয়া হল না কেন? এ ধরনের উত্তেজক ম্যাচে সিদ্ধান্ত নিতে দেরি করা উচিত হয়নি। যে কেউ ভুল করতে পারে। কিন্তু আগে তো তৃতীয় আম্পায়ারের সঙ্গে কথা বলা দরকার।’

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪