শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘খেরসনে ইউক্রেন বাহিনীর হামলায় নিহত ৪’

news-image

অনলাইন ডেস্ক : খেরসনে মার্কিন সরবরাহকৃত হিমার্স ক্ষেপনাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে ওই অঞ্চলের অন্তত চারজন বেসামরিক লোক নিহত হয়েছেন। অঞ্চলটিতে রুশ নিযুক্ত কর্মকর্তারা এই দাবি করেছেন। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খেরসনে রুশ নিযুক্ত ডেপুটি কর্মকর্তা কিরিল স্ট্রেমুসভ বলেছেন, ইউক্রেন বাহিনী একটি বেসামরিক লোকদের ‘ক্রসিংয়ে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের এক কর্মকর্তা এই হামলার কথা স্বীকার করেছেন। তবে এতে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলেন নি তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৪০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে এতে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।