রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা অস্ত্র সরবরাহ করবে ন্যাটো-নেতৃত্বাধীন মিত্ররা

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনকে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে দেশটির ন্যাটো-নেতৃত্বাধীন মিত্ররা।

রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর এক বৈঠকে তারা এই ঘোষণা দেয়।

যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, এবং নেদারল্যান্ডস অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই দেশগুলো ক্ষেপণাস্ত্র এবং রাডার পাঠাবে।

বুধবার ব্রাসেলসে ন্যাটোর হেডকোয়ার্টারে ইউক্রেনের ৫০টি মিত্র দেশের বৈঠক থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। কিয়েভ এই সম্মেলনকে প্রশংসা করে বলেছে এটি ‘ঐতিহাসিক’।

ইউক্রেন বলছে, রাশিয়া সোম ও মঙ্গলবার একশটির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং অনেক ড্রোন ব্যবহার করেছে। তাদের হামলার লক্ষ্য ছিল জ্বালানি অবকাঠামো এবং অন্যান্য বেসামরিক স্থান।

প্রথম দিনের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। এই হামলার ফলে ইউক্রেনের বেশ কিছু শহরে ব্যাপকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পানির সরবরাহে বিঘ্ন ঘটে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই ক্ষেপণাস্ত্র আক্রমণ ছিল কার্চ সেতুর হামলার বদলা।

এই সেতুটি রাশিয়া এবং ক্রিমিয়াকে যুক্ত করেছে, যেই ক্রিমিয়াকে মস্কো ২০১৪ সালের নিজেদের অন্তর্ভুক্ত করে।

রাশিয়া বলছে, শনিবারের বিস্ফোরণ ছিল ইউক্রেনের গোয়েন্দা সংস্থার দ্বারা পরিচালিত। কিয়েভ এই দাবি নাকচ করেছে।

 

যুক্তরাজ্য ইউক্রেনকে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেবে এবং একই সঙ্গে কয়েকশ ড্রোন দেবে যাতে করে ইউক্রেন তথ্য সংগ্রহ করতে পারে এবং কারিগরি সক্ষমতা বাড়াতে পারে। তারা আরও ১৮টি হাউইটজার আর্টিলারি অস্ত্র সরবরাহ করবে, ইতিমধ্যে এ ধরনের ৬৪টি অস্ত্র পাঠানো হয়েছে।

যুক্তরাজ্যের ডিফেন্স সেক্রেটারি বেন ওয়ালেস বলেন, ‘ইউক্রেনে বেসামরিক লোকের উপর রাশিয়ার সাম্প্রতিক নির্বিচারে হামলা, যারা তাদের জাতিকে রক্ষা করতে চায়, তাদের আরও সাহায্য করার নিশ্চয়তা দিয়েছে।’

‘এই অস্ত্রগুলো ইউক্রেনকে প্রতিরক্ষার জন্য সাহায্য করবে এবং তাদের সামগ্রিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে শক্তিশালী করবে।’

ব্রাসেলসে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সেক্রেটারি লয়েড অস্টিন বলেন, ইউক্রেনের জন্য যেটা দরকার, সেটাই আমরা করতে যাচ্ছি’।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, প্যারিস বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ইউক্রেনকে।

নেদারল্যান্ডস বলেছে তারা ১৫ মিলিয়ন ইউরো মূল্যের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাবে।

ডাচ প্রতিরক্ষা মন্ত্রী কাজসা ওলোনগ্রিন বলেছেন, ‘রাশিয়ার হামলা ইউক্রেনের মানুষের প্রতি শুধু নিরলস সমর্থনই বাড়াবে।’

কানাডা ৪৭ মিলিয়ন কানাডিয়ান ডলারের বেশি অর্থের সমপরিমাণ সামরিক সহায়তা দেবে, যাতে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং ড্রোন ক্যামেরা থাকবে।

বুধবার ইউক্রেনের সেনাবাহিনী ঘোষণা করে স্টেট অব দ্যা আর্ট আইআরআইএস-টি এসএলএম জার্মানি থেকে ইউক্রেনে সরবরাহ করা হয়েছে।’ তারা বলেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে’ দেশকে রক্ষা করতে সাহায্য করবে।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪